প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৮
রাঙামাটিতে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাসিক কর্মসূচির অংশ হিসেবে উপকারভোগী গ্রাহকদের কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা শহরের বনরূপা এলাকায় এসব পণ্য বিক্রি করা হয়।
মূলত ফ্যামিলি কার্ডধারীরা নিম্ন আয়ের মানুষেরা এসব পণ্য ভর্তুকি মূল্যে ক্রয় করছেন। সকাল থেকে শত শত মানুষকে লাইনে দাঁড়িয়ে এসব পণ্য কিনতে দেখা গেছে।
সরকারি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বুধবার (২০ সেপ্টেম্বর) রাঙামাটি শহরে ২ হাজার ১১৬ জনের মধ্যে অর্থাৎ নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে এসব পণ্য বিক্রি করা হয়। ফ্যামিলি কার্ডধারী প্রতি ভোক্তা ৩০ টাকা করে ৫ কেজি চাল, ১০০ টাকা লিটার প্রতি ২ লিটার সয়াবিন তেল অথবা কুঁড়ার তেল এবং ৬০ টাকা ধরে ২ কেজি মসুর ডালসহ সর্বমোট ৪৭০ টাকায় কিনতে পারবেন। এসব পণ্য কিনতে পেয়ে বেজায় খুশি ভোক্তারা। তবে এ মাসে চিনি বিক্রি করবে না টিসিবি।
মন্তব্য করুন: