বৃহঃস্পতিবার, ৫ই ডিসেম্বর ২০২৪, ২১শে অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৩৩৪ আইএসপি, কলসেন্টার ও আইপি টেলিফোনের লাইসেন্স বাতিল
  • বিসিএস পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা হচ্ছে
  • ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি ঢুকবে না
  • যাত্রাবাড়ী থানার সাবেক ওসিকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
  • বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • ক্যাডেটরা গভীর সমুদ্রের অকুতোভয় কান্ডারী
  • ১৫ বছরের রাজনৈতিক হয়রানিমূলক মামলার তথ্য চেয়ে আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
  • সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত পাসপোর্ট খাত
  • বিপ্লবের মূল কথাই ছিল সংস্কার, সেই সংস্কার করেই নির্বাচন
  • ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে

বরিশালের নতুন মেয়র খোকন সেরনিয়াবাত

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত:
১২ জুন ২০২৩, ২২:১৪

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিজয়ী হ‌য়ে‌ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

রিটা‌র্নিং অ‌ফিসার মো. হুমায়ুন কবীরের ঘো‌ষিত ফলাফল অনুযায়ী নৌকা প্রতী‌কের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত পে‌য়ে‌ছেন ৮৭ হাজার ৮০৮ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পে‌য়ে‌ছেন ৩৩ হাজার ৮২৮ ভোট। তৃতীয় স্থা‌নে থাকা স্বতন্ত্র মেয়র প্রার্থী টেবিলঘড়ি প্রতীকের কামরুল আহসান রুপন পে‌য়ে‌ছেন ৭ হাজার ৯৯৯ ভোট। এছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস ‌পে‌য়ে‌ছেন ৬ হাজার ৬৬৫ ভোট।
অপর‌দি‌কে জাকেরপার্টির গোলাপফুল প্রতীকের মেয়র প্রার্থী মো. মিজানুর রহমান বাচ্চু ‌পে‌য়ে‌ছেন ২ হাজার ৫৪৬ ভোট। এছাড়া হরিণ প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার পে‌য়ে‌ছেন ২৩৮১ ভোট। হাতি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী মো. আসাদুজ্জামান পে‌য়ে‌ছেন ৫২৯ ভোট।

এর আগে সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে নগরের ৩০টি ওয়ার্ডের ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে একযোগে ভোটগ্রহণ করা হয়।

প্রসঙ্গত, বরিশালে এবারের সিটি নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। হিসেব অনুযায়ী পুরুষের চেয়ে ১ হাজার ৩২০ জন নারী ভোটার বেশি।

আর নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী, ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১৮ জন কাউন্সিলর প্রার্থী ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন নারী কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর