মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই
  • বার্লিনে জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা
  • পলাতক সব এমপি-মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে
  • শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
  • প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল শ্রম সংস্কার কমিশন
  • জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
  • ৮ জনের বিরুদ্ধে প্রথমবার ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা
  • বিশেষ বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ
  • আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

পুড়ে যাওয়া গ্র্যান্ড সাইদ সেন্টার দেখতে উৎসুক জনতার ভিড়

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৩, ১২:৫৮

রাতে আগুনে পুড়ে যাওয়া রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের গ্র্যান্ড সাইদ সেন্টার দেখতে সকাল থেকেই ভিড় করছেন উৎসুক জনগণ।

বুধবার (১১ অক্টোবর) সকালে সরেজমিনে গ্র্যান্ড সাইদ সেন্টারে গিয়ে দেখা যায় সাত থেকে ১১ তলা পর্যন্ত সম্পূর্ণ পুড়ে গেছে।

এছাড়া ভবনটির বাকি অংশ ঠিক আছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর সকাল থেকে ভবনে যে সকল অফিস এবং দোকান ছিল তাদের প্রতিনিধিরা ভবনের সামনে এসে ভিড় জমান। এ সময় তারা ভেতরে ঢুকে অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা করেন।
দেখা যায়, রাস্তায় ভিড় করে অনেকেই আগুনে পুড়ে যাওয়া ভবনটি দেখছেন। কেউ কেউ আবার মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন।

এদিকে কোনো উৎসুক জনতা যেন ভেতর ঢুকতে না পারেন সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনের সামনে অবস্থান নিয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, এই ভবনটিতে শপিং মল, রেস্টুরেন্টে থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস ছিল। এর মধ্যে কয়েকটি কেমিক্যাল এবং পেইন্টের গোডাউন ছিল। আগুনে বিল্ডিংটি যে অংশ পুড়েছে সেসব ব্যবসা প্রতিষ্ঠান, অফিসের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তবে রাতে আগুন লাগায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

এই ভবনের ৮ তলায় একটি প্রতিষ্ঠান এলিট পেইন্ট অ্যান্ড কেমিক্যাল লিমিটেডের কর্মকর্তা রাহাত বলেন, ভবনের ভেতরে ৭ তলা থেকে শুরু করে ১১ তলা পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে। উদ্ধার করার মতো কিছুই আর অবশিষ্ট নেই। আমাদের অফিসের কোনো কিছুর চিহ্নই পাইনি। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর সকাল ৯ টায় ভবনের ভেতর আমরা প্রবেশ করতে পারি। তবে আগুন যখন লেগেছে তারপর রাত দুইটা থেকে আমাদের প্রতিনিধিরা ভবনের সামনে অবস্থান নেন।

ভবনের সিকিউরিটির দায়িত্বে রানা জানান, ভবনে কোনো মানুষ ছিল না। আগুন লাগার সময় ভবনটি বন্ধ ছিল। যে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণে বর্তমানে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে রাত ১টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। একে একে ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর