মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই
  • বার্লিনে জাতিসংঘ শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা
  • পলাতক সব এমপি-মন্ত্রীকে আইনের আওতায় আনা হবে
  • শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’
  • প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল শ্রম সংস্কার কমিশন
  • জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
  • ৮ জনের বিরুদ্ধে প্রথমবার ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা
  • বিশেষ বিসিএসে দুই হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ
  • আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা
  • ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

রাজশাহীতে ডেঙ্গুতে গৃহিণীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৩, ১৭:০৭

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন গৃহিণীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে রামেক হাসপাতালে মোট ১৬ ডেঙ্গুরোগীর মৃত্যু হলো। এখন আরও ১৯৮ ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গুতে মারা যাওয়া রোগীর নাম রওশন আরা বেগম (৪৫)। তিনি রাজশাহীর চারঘাটের মিয়াপুর গ্রামের আফাজ উদ্দিনের স্ত্রী।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডেঙ্গুতে মারা যাওয়া এই রোগীর কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। তিনি টানা তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বরের সঙ্গে তার বমি ও পেটে ব্যথা ছিল। তার শারীরিক অবস্থা গুরুতর হলে স্বজনরা তাকে ১২ অক্টোবর দুপুরে রামেক হাসপাতালে ভর্তি করেন। কিন্তু রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ওইদিন বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। কিন্তু ডেঙ্গুতে তিনি শুক্রবার (১৩ অক্টোবর) রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে রামেক হাসপাতালে এখন পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ২ হাজার ৭৫২ ডেঙ্গুরোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহী) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৩২ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় ভ্রমণে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন। মোট দুই হাজার ৫৩৮ জন সুস্থ হয়েছে। এখন আরও ১৯৮ ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর