বৃহঃস্পতিবার, ৫ই ডিসেম্বর ২০২৪, ২১শে অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৩৩৪ আইএসপি, কলসেন্টার ও আইপি টেলিফোনের লাইসেন্স বাতিল
  • বিসিএস পরীক্ষার আবেদন ফি ২০০ টাকা হচ্ছে
  • ভারতের সঙ্গে বাণিজ্য ইস্যুতে রাজনীতি ঢুকবে না
  • যাত্রাবাড়ী থানার সাবেক ওসিকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
  • বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
  • ক্যাডেটরা গভীর সমুদ্রের অকুতোভয় কান্ডারী
  • ১৫ বছরের রাজনৈতিক হয়রানিমূলক মামলার তথ্য চেয়ে আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
  • সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত পাসপোর্ট খাত
  • বিপ্লবের মূল কথাই ছিল সংস্কার, সেই সংস্কার করেই নির্বাচন
  • ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে

শাকিব নন, বড় পর্দায় ইধিকার প্রথম নায়ক কে?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ জুন ২০২৩, ১৪:২৯

ইধিকা পাল। —ফাইল চিত্র।

শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা পর বাংলা সিরিয়ালের আরও এক অভিনেত্রী শুরু করেছেন বড় পর্দার যাত্রা। ‘রিমলি’ সিরিয়ালে অভিনয় জীবনের হাতেখড়ি হয় ইধিকা পালের। প্রথম সিরিয়ালে মুখ্যচরিত্রে দেখা গেলেও দ্বিতীয় সিরিয়াল ‘পিলু’-তে তাঁকে পার্শ্বচরিত্রে দেখেছেন দর্শক। তার পরেই অভিনেত্রী পাড়ি দেন বাংলাদেশে। অভিনেতা শাকিব খানের বিপরীতে তাঁর অভিনয় করার কথা ইতিমধ্যেই জানেন সকলে। কিন্তু ইন্ডাস্ট্রির খবর, এটা তাঁর প্রথম ছবি নয়। কলকাতায় ইতিমধ্যেই একটি ছবিতে অভিনয় করে ফেলেছেন ইধিকা।


শোনা যাচ্ছে, অভিনেতা সোহম চক্রবর্তী প্রযোজিত ছবিতেই তাঁর প্রথম অভিনয়। বড় পর্দায় তাঁর প্রথম নায়কও নাকি সোহম। যদি এই ছবির কথা এখনও প্রকাশ্যে আসেনি। এ প্রসঙ্গে নায়ক-নায়িকার কেউ কোনও কথা বলতে রাজি নন। ইধিকা আপাতত মন দিয়েছেন তাঁর বাংলাদেশের ছবিতে। বাংলাদেশের অন্যতম চর্চিত নায়ক শাকিব। তাঁর নতুন ছবি ‘প্রিয়তমা’-কে কেন্দ্র করে চলছিল অনেক আলোচনা।
প্রথমে নাকি এই ছবিতে শাকিবের নায়িকা হিসাবে অভিনয় করার কথা ছিল শবনম বুবলীর। কিন্তু ছবি থেকে বাদ পড়েন নায়িকা। এই ঘটনা নিয়েও চলেছে বিস্তর জল্পনা। শাকিব এবং বুবলীর ব্যক্তিগত সমস্যার কারণেই কি হাতছাড়া হয়ে গেল বুবলীর কাজ? তবে নায়ক সাফ জানিয়েছেন, কোনও ব্যক্তিগত সমস্যা নয়, চরিত্রের প্রয়োজনেই বাদ দেওয়া হয় বুবলীকে। ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের নতুন লুকের প্রশংসা করেছেন দর্শক।

এই ছবি তৈরির আগে নায়ক বলেছিলেন, “বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ। আমাদের আর কখনও অফস্ক্রিন এবং অনস্ক্রিন কখনও দেখা যাবে না।” যদিও বুবলী তাঁদের সম্পর্ককে আরও একটা সুযোগ দিতে রাজি। কিছু দিন আগে বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “শাকিবের পছন্দকেই সব সময় প্রাধান্য দিয়েছি। সে যে ভাবে চেয়েছে, তেমন ভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। কাজ করে, না করে, চাকরি ছেড়ে ১০০ শতাংশ সংসার করে— যখন যা চেয়েছে, শান্তি বজায় রাখতে তাই করার চেষ্টা করেছি।”
এক দিকে বুবলী যখন শাকিবের সঙ্গে আবারও সংসার করার জন্য আগ্রহী, তখন শাকিব ব্যস্ত তাঁর নতুন ছবির কাজ নিয়ে। শোনা যাচ্ছে, আগামী দিনে দর্শনা বণিকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। তবে এই নতুন ছবিতে শাকিব-ইধিকা জুটি দর্শকের কতটা পছন্দ হয়? ফলের অপেক্ষাতেই শাকিবের পুরো টিম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর