রবিবার, ২৫শে মে ২০২৫, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সর্বদলীয় বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
  • বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বিবৃতি
  • প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে
  • ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প একনেকে অনুমোদন
  • সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস
  • প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন
  • সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৭৪৪
  • জুলাই ঘোষণাপত্র-বিচার-সংস্কার-নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে চায় এনসিপি
  • একনেক সভা শেষে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন প্রধান উপদেষ্টা
  • সন্ধ্যায় বিএনপি-জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আবারও মঞ্চে ‘রিমান্ড’

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত:
১৫ জুন ২০২৩, ১৭:৪৩

প্রদর্শনীর আগে সাংবাদিকদের সঙ্গে নাটকটি নিয়ে কথা বলেছেন নাটকের শিল্পী আসাদুজ্জামান নূর

আবারও মঞ্চে আসছে ‘রিমান্ড’, ঢাকার মহিলা সমিতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার সন্ধ্যায় নাটকটির দুটি প্রদর্শনী হবে। এর আগে গতকাল বুধবার একই মঞ্চে কারিগরি প্রদর্শনী হয়েছে। প্রদর্শনীর আগে সাংবাদিকদের সঙ্গে নাটকটি নিয়ে কথা বলেছেন নাটকের শিল্পী আসাদুজ্জামান নূর, যিনি এই নাটকে একজন নৈরাজ্যবাদী লেখকের চরিত্র ধারণ করেছেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘এই নাটকে একটু দার্শনিক চিন্তা আছে, ইতিবাচক ও নেতিবাচক চিন্তার দ্বন্দ্ব আছে। সবকিছু মিলিয়ে নাটকটি ইন্টারেস্টিং, চরিত্রটাও। শুভাশিস সিনহার কাজ আগে থেকেই দেখেছি, তাঁর ওপর ভরসা অনেক। নির্দেশক যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই চরিত্রগুলোতে ডেভেলপ করে করেছি। আমি তো এই চরিত্রের মতো নই, চরিত্রের দর্শনে বিশ্বাসী নই। ফলে ওই দর্শনটা আমাকে বুঝতে হয়েছে।’

আসাদুজ্জামান নূরের ভাষ্যে, ‘মঞ্চনাটকে দর্শকের অনুভূতি আমাকে স্পর্শ করে, এটা আমার জন্য কাছে অনেক বড় পুরস্কার। সেই কারণেই কাজটা করে যেতে পারছি। একজন অভিনেতা প্রত্যেক শোতে নতুন কিছু করেন।’

 

নাটকে আসাদুজ্জামান নূরকে জেরা করতে দেখা গেছে পুলিশ কর্মকর্তা জ্যোতি সিনহাকে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।
জ্যোতি সিনহা বলেন, ‘একজন কিংবদন্তি অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে আমি রোমাঞ্চিত। চিত্রনাট্য হাতে পাওয়ার পর খুব চিন্তিত ছিলাম। আমার অভিনয়জীবনের একেবারেই ব্যতিক্রমী চরিত্র, ভেঙেচুরে অভিনয়প্রধান একটি চরিত্র। আমি তিন বছর ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করেছি, বিভিন্ন পুলিশ স্টেশনে গিয়ে জানার চেষ্টা করেছি, তাঁরা কীভাবে চলাফেরা করে, সেটা জেনেই চরিত্রটা নির্মাণ করতে চেয়েছি।’

 

নাটকটি নিয়ে শুভাশিস সিনহা জানান, এটি এই সময়ের গল্প। এতে অন্তর ও বাইরের জিজ্ঞাসার কথা তুলে ধরা হয়েছে।

 

মঞ্চ পরিকল্পনা করছেন কামাল উদ্দীন কবির, তিনিও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

নাগরিক নাট্যসম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রণোদনায় গত জানুয়ারিতে শিল্পকলা একাডেমিতে এ নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়। এরপর সাতটি প্রদর্শনী হয়েছে।

 

আসাদুজ্জামান নূর ও জ্যোতি সিনহা ছাড়াও এতে আরও অভিনয় করছেন কামাল উদ্দীন কবির, সজীব হোসেন, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, বর্ষা, সৌম্য, শাকিল, শম্পা।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর