প্রকাশিত:
২ নভেম্বর ২০২৩, ১০:৪০
সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া কক্সবাজার অঞ্চলের দুয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেছেন, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কক্সবাজার অঞ্চলের দুয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (১ নভেম্বর) দেওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, তেঁতুলিয়ায় ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা- ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সীতাকুণ্ডে- ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য করুন: