সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার
  • সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর
  • বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা-রানি
  • প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক
  • পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি
  • ৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়

মহেশখালীতে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, আটক ১

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৯

জমির খাজনার টাকা আদায়কে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালী উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাছির উদ্দিন (৬০) শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য। ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ধাওয়া করে নুরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।


শাপলাপুর ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, (৪ ডিসেম্বর) সকালে নাছির উদ্দিন পানের বরজের জমির খাজনার টাকা চাইতে গেলে বর্গাচাষি নুরুল ইসলামসহ আরও কয়েকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নুরুল ইসলামসহ কয়েকজন মিলে নাছিরের বাড়িতে হামলা চালান। একপর্যায়ে তাঁরা বাড়ির সামনে নাছির উদ্দিনকে পেয়ে লাঠি দিয়ে মারধর করতে থাকেন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী শাপলাপুর বাজারে ধাওয়া করে হামলাকারীদের মধ্যে নুরুল ইসলামকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী প্রথম আলোকে বলেন, পানের বরজের খাজনার টাকা নিয়ে জমির মালিক নাছির উদ্দিনের সঙ্গে বর্গাচাষি নুরুল ইসলাম, মোহাম্মদ জালালসহ আরও কয়েকজনের কথা–কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁরা নাছির উদ্দিনকে হত্যা করেন। স্থানীয় ব্যক্তিদের হাতে আটক নুরুল ইসলামকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের ধরার জন্য চেষ্টা চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর