মঙ্গলবার, ২২শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু
  • মাঠ পর্যায়ে অনিয়ম পেলে কোম্পানির অ্যাগ্রিমেন্ট বাতিল
  • বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে কাতার
  • বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
  • ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬২০ মামলা
  • বিশ্বকে ৫ উদ্যোগ নিতে ড. ইউনূসের আহ্বান
  • ফিলিস্তিনের মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের নয়, মানবতার বিষয়
  • ইশরাকের গেজেট প্রকাশ নিয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে ইসির চিঠি
  • প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা মেনেই বৈঠক করা হচ্ছে
  • ‘ডিবিতে থাকা সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে’

মহেশখালীতে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, আটক ১

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৯

জমির খাজনার টাকা আদায়কে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালী উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাছির উদ্দিন (৬০) শাপলাপুর ইউনিয়নের মনিপুর এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য। ঘটনার পর স্থানীয় এলাকাবাসী ধাওয়া করে নুরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।


শাপলাপুর ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, (৪ ডিসেম্বর) সকালে নাছির উদ্দিন পানের বরজের জমির খাজনার টাকা চাইতে গেলে বর্গাচাষি নুরুল ইসলামসহ আরও কয়েকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নুরুল ইসলামসহ কয়েকজন মিলে নাছিরের বাড়িতে হামলা চালান। একপর্যায়ে তাঁরা বাড়ির সামনে নাছির উদ্দিনকে পেয়ে লাঠি দিয়ে মারধর করতে থাকেন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী শাপলাপুর বাজারে ধাওয়া করে হামলাকারীদের মধ্যে নুরুল ইসলামকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী প্রথম আলোকে বলেন, পানের বরজের খাজনার টাকা নিয়ে জমির মালিক নাছির উদ্দিনের সঙ্গে বর্গাচাষি নুরুল ইসলাম, মোহাম্মদ জালালসহ আরও কয়েকজনের কথা–কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁরা নাছির উদ্দিনকে হত্যা করেন। স্থানীয় ব্যক্তিদের হাতে আটক নুরুল ইসলামকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের ধরার জন্য চেষ্টা চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর