সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার
  • সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর
  • বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা-রানি
  • প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক
  • পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি
  • ৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়

বিরতির পর শখ–সারিকার ব্যস্ততা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৩, ১৪:২৩

দুজনের কাজের শুরুটা কাছাকাছি সময়ে। আনিকা কবির শখ ও সারিকা সাবরিন একটানা কাজও করেছেন লম্বা সময়। এরপর দুজনেরই বিরতি। আবার ফেরা। আবার বিরতি। তবে এবার নিয়মিত। কী হয়েছিল মাঝের সময়টায়?
প্রেম, বিয়ে, সংসারসহ নানা কারণে একসময়ের ব্যস্ত এই দুই তারকা বিনোদন অঙ্গনে অনিয়মিত হয়ে পড়েন। তবে দুজনের কাজ এখন দৃশ্যমান। পরিচালকেরাও তাঁদের নিয়ে নতুন করে ভাবছেন। নাটক, টেলিছবির পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন তাঁরা। অনেকে বলছেন, সেই এক দশক আগের মতো ব্যস্ত হয়ে উঠছেন তাঁরা। এই ব্যস্ততা দুজন বেশ উপভোগ করছেন বলেও জানালেন।


শখ ও সারিকা—দুজন ভালো বন্ধু। সর্বশেষ ঢাকার মিরপুর ইনডোর স্টেডিয়ামে একসঙ্গে দুই বন্ধুকে দেখা গেছে। তাঁরা দুজন সেলিব্রেটি ক্রিকেট লিগও খেলেছেন। এই খেলাকে কেন্দ্র করে কয়েক দিন তাঁদের ভালো সময়ও কেটেছে। একসঙ্গে কথাও বলেছেন গণমাধ্যমের সঙ্গে। দুজনই তখন জানিয়েছিলেন, ‘অনেক বছর পর দুজনের দেখা। বন্ধুত্ব আসলে সব সময়ের। অনেক দিন দেখা না হলেও আমরা দুজন দুজনকে ঠিকই অনুভব করেছি। যার যার পারিবারিক ও অন্যান্য ব্যস্ততায় সেভাবে অতটা খোঁজখবর নেওয়া হয়নি।’



২০০৩ সালে বিটিভির নতুন কুঁড়ি অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে পথচলা শুরু শখের। ওই বছরে শিশুশিল্পী হিসেবে ‘স্বাক্ষর’ নাটকে অভিনয় করেন। কয়েক বছর পর ‘অদ্ভুতুড়ে’ নাটকের মাধ্যমে পরিণত চরিত্রে অভিনয় শুরু তাঁর। যদিও শখের পরিচিতি বাড়ে বিজ্ঞাপনচিত্র দিয়ে। বড় পর্দায়ও পথচলা শুরু করেন শখ। ‘বল না তুমি আমার’ ও ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিতেও অভিনয় করেন। শখের পথচলা বড় পর্দায় হলেও চাহিদা থাকা সত্ত্বেও একই সময়ে চলচ্চিত্রে অভিনয় করা হয়নি সারিকার। নাটক আর বিজ্ঞাপনচিত্রে নিজেকে ব্যস্ত রাখেন। ২০০৮ সালে আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটক দিয়ে অভিনয়ের শুরু। টানা কাজ করেছেন অর্ধযুগ। করোনাকালের পর পুরোদস্তুর কাজে মনোযোগী সারিকা।


বিরতির পর ফেরা সারিকা টেলিভিশন নাটকের পাশাপাশি ওটিটিতে যাত্রা শুরু করেছেন। গত বছর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ওয়েব ফিল্ম ‘ক্যাফে ডিজায়ার’ দিয়ে ওটিটিতে অভিষেক ঘটে। কয়েক মাস বিরতির পর আবার ওয়েব ফিল্মে অভিনয় করলেন। ‘মায়া’ নামের এই ওয়েব ফিল্মের পরিচালক রায়হান রাফি। সারিকা বলেন, ‘সামনে যেসব কাজ করছি, এসব নিয়ে কথা বলা বারণ। ওটিটির পাশাপাশি টেলিভিশন নাটকও করছি। পুরো কাজগুলো আমি ভীষণ উপভোগ করছি।’



অভিনয়ের পাশাপাশি সারিকা উপস্থাপিকাও। বাংলাভিশনের ‘আমার আমি’ অনুষ্ঠান দুই বছরের বেশি সময় ধরে নিয়মিত উপস্থাপনা করছেন সারিকা। ভীষণ উপভোগ করছেন এই কাজ। সারিকা বললেন, ‘আমার তো উপস্থাপনার অভিজ্ঞতা নেই। ভাবতাম, আমাকে দিয়ে হবে না। সবার উৎসাহে এখন দারুণ উপভোগ করছি। অনুষ্ঠানে অনেক শিল্পী আসেন, যাঁদের জীবন সম্পর্কে অনেক কিছু জানা যায়। এমন এমন শিল্পী আসেন, যাঁদের সঙ্গে কোনো দিন দেখা হয় না, তাঁদের সঙ্গে এই অনুষ্ঠানের মাধ্যমে আড্ডা হয়। তাঁদের জীবন নিয়ে জানা যায়—কৌতূহল মেটানোর একটা ইন্টারেস্টিং জায়গাও।’

সারিকা জানালেন, চলচ্চিত্রেও কাজ করতে চান। ভালো গল্পের চলচ্চিত্রের অংশ হতে চান। বললেন, ‘আগে এত প্রস্তাব পেয়েছিলাম, করা হয়নি। আফসোস হয়। আবার এসব মনেও করতে চাই না। ভালো গল্পের জন্য অপেক্ষায় আছি। দেখা যাক, কবে যে এই অপেক্ষার অবসান হয়।’


এদিকে একসময়ের ব্যস্ত মডেল ও অভিনেত্রী শখের জনপ্রিয়তায় তাঁকে নিয়ে অনেক পরিচালক-প্রযোজক একের পর এক কাজ করেছেন। ওই সময়ে নাচ নিয়েও ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। মাঝখানে বিয়ে করে সংসারী হওয়ার কারণে কয়েক বছরের বিরতি। এখন আবার নাটকে অভিনয় ও নাচ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। ফিরে আসার পর জানালেন, হতাশা থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন শখ।

দীর্ঘ বিরতির পর শখ ফেরেন বছর দুয়েক আগে একটি নাচের অনুষ্ঠানের মাধ্যমে। এরপর নাটকেও অভিনয় শুরু করেন। প্রথম নাটক ছিল ‘ফাটাফাটি প্রেম’ আর টেলিছবি ‘মিস্টার চৌধুরী’। গতকাল সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে শখ বললেন, ‘ভালোবাসা দিবস ও ঈদের বেশ কয়েকটি নাটক ও টেলিছবির কাজ করছি। কোনোটির নাম বলা যাবে না। সামনে একটি ওয়েব ফিল্মের কাজও করছি। আগের মতোই ব্যস্ত। ছোটবেলা থেকে কাজ করছি। তাই কাজের প্রতি অন্য রকম ভালো লাগা রয়েছে। কাজ নিয়ে ব্যস্ত থাকতে পেরে ভালো লাগছে।’


সারিকা ও নিজের এখনকার ব্যস্ততায় খুব খুশি শখ। বললেন, ‘আমাদের দুই বন্ধুর পর্দায় উপস্থিতি তো সব সময় দর্শক পছন্দ করতেন। মাঝখানে সারিকা তাঁর জীবন নিয়ে এবং আমি আমার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এখন আবার একই সঙ্গে ফিরলাম। এটা নিঃসন্দেহে ভালো লাগার।’ সারিকারও একই মত, ‘শখ ব্যস্ত হয়েছে। কাজ করছে। দেখতেই ভালো লাগছে।’ বিনোদন অঙ্গনে দুজনের লম্বা সময় ধরে কাজ করা হলেও একবারই তাঁদের একসঙ্গে পর্দায় দেখা গেছে, তা–ও বিজ্ঞানচিত্রে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর