বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু
  • মাঠ পর্যায়ে অনিয়ম পেলে কোম্পানির অ্যাগ্রিমেন্ট বাতিল
  • বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে কাতার
  • বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
  • ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬২০ মামলা
  • বিশ্বকে ৫ উদ্যোগ নিতে ড. ইউনূসের আহ্বান
  • ফিলিস্তিনের মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের নয়, মানবতার বিষয়
  • ইশরাকের গেজেট প্রকাশ নিয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে ইসির চিঠি
  • প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা মেনেই বৈঠক করা হচ্ছে
  • ‘ডিবিতে থাকা সাগর-রুনি হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে’

কিশোর তৌহিদুল হত্যা মামলা তদন্তের দায়িত্ব পাচ্ছে ডিবি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৩, ১৭:০৩

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার কিশোর তৌহিদুল ইসলাম হত্যা মামলার তদন্তের দায়িত্ব থানা থেকে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে।  ১২ ডিসেম্বর  মঙ্গলবার এ–সংক্রান্ত চিঠি ভাটারা থানায় পাঠানো হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম আজ রাতে  বলেন, তৌহিদুল ইসলাম হত্যা মামলার তদন্তভার ভাটারা থানা থেকে ডিবিতে স্থানান্তরের সিদ্ধান্তের আদেশপত্র আজ তিনি হাতে পেয়েছেন।  ১৩ ডিসেম্বর বুধবার মামলাটির নথিপত্র ডিবির কাছে বুঝিয়ে দেওয়া হতে পারে।


নিহত তৌহিদুল ইসলাম (১৯) পরিবারের সঙ্গে বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকে ৪ নম্বর সড়কের থাকতেন। তাঁর বাবা মোহাম্মদ নবী হোসেন জমি কেনাবেচার ব্যবসায় যুক্ত। দুই ভাই এক বোনের মধ্যে তৌহিদুল ছিলেন দ্বিতীয়। আগে মাদ্রাসায় পড়ে আসা তৌহিদুল বর্তমানে ভাটারার ডুমনি স্কুলে নবম শ্রেণিতে পড়তেন।

 ২৩ নভেম্বর রাতে কে বা কারা তৌহিদুলকে (১৯) ডেকে নিয়ে যান। রাত ১০টার পর তাঁর মুঠোফোন থেকে তাঁর মাকে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই ঘটনায় জড়িত অভিযোগে জুয়েল রানা (২৮) নামে বসুন্ধরা সিকিউরিটিজের একজন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই ২৬ নভেম্বর সকালে বসুন্ধরার ‘পি’ ব্লকের একটি ছনক্ষেত থেকে তৌহিদুলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয় বলে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তৌহিদুলকে হত্যার দায় স্বীকার করে জুয়েল রানা ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও পুলিশ জানিয়েছে।

মামলার বাদী তৌহিদুলে নয়র বাবা নবী হোসেন ভাটারা থানা-পুলিশের তদন্তে অসন্তোষ প্রকাশ করে বলেছিলেন, জুয়েল রানার একার পক্ষে তৌহিদুলকে খুন করা সম্ভব। এ হত্যায় একটি চক্র জড়িত। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনি এর তদন্তভার ভাটারা থানা থেকে ডিবিকে (গোয়েন্দা পুলিশ) দেওয়ার জন্য ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের কাছে আবেদন করেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর