সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার
  • সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর
  • বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা-রানি
  • প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক
  • পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি
  • ৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়

আওয়ামী লীগের সঙ্গে জাপার আসন সমঝোতা হয়নি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৭

আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আসন সমঝোতা এখনো হয়নি। দুই দল আজ শনিবারও বিষয়টি নিয়ে বৈঠকে বসবে।

আজ বেলা পৌনে দুইটার দিকে বৈঠকে বসার কথা প্রথম আলোকে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক। তিনি বলেছেন, গতকাল শুক্রবার দুই দলের নেতাদের বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করা, আসন সমঝোতাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আগামীকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।


আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) সূত্র বলছে, জাপা আওয়ামী লীগের কাছে বেশ কিছু আসনে নৌকা প্রতীকের প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার চায়। পাশাপাশি জাপা চায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাও প্রার্থিতা থেকে সরে দাঁড়াক।

বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে দুই দলের নেতাদের মধ্যে বৈঠক হচ্ছে। তবে বৈঠকের স্থান ও আলোচনার বিষয় গোপন রাখছে দুই দলই।

জাতীয় সংসদ ভবন এলাকায়  রাতে আওয়ামী লীগ ও জাপার নেতাদের মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির (নানক), যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত ছিলেন। জাপার পক্ষে ছিলেন দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব মুজিবুল হক।

বৈঠক শেষে কোনো পক্ষই গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।


অবশ্য দলের সূত্র জানিয়েছে, নির্বাচনে ২৬টি আসনে আওয়ামী লীগের সঙ্গে জাপার ভোটের সমঝোতা হয়েছে। এসব আসনে লাঙ্গল প্রতীকের বিপরীতে নৌকা প্রতীকের প্রার্থী থাকবেন না।

সমঝোতা নিয়ে সন্তুষ্ট কি না, জানতে চাইলে আজ দুপুরে মুজিবুল হক প্রথম আলোকে বলেন, খুশি নন, অখুশি তা কিছুই বলবেন না তিনি। আরও আলোচনা হবে। সমঝোতার আসনসংখ্যা ২৬টি কি না, সে প্রশ্নে কোনো জবাব দিতে রাজি হননি তিনি।
গতকালের সমঝোতা বৈঠকসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, জাপার দুই নেতা অন্তত ৪০টি আসনের জন্য শেষ পর্যন্ত দেনদরবার করেন। কিন্তু আওয়ামী লীগের মধ্যস্থতাকারী নেতারা তাতে সম্মত হননি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর