সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার
  • সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর
  • বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা-রানি
  • প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক
  • পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি
  • ৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়

একাত্তরে জাপানে বাংলাদেশিদের মুক্তির লড়াই

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৩, ১২:০৯

তৎকালীন পূর্ব পাকিস্তানে সেনা সরকারবিরোধী চরম অসন্তোষ দেখা দেয় ১৯৭০ সালের নভেম্বরে। সেই সময়ে একটি প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় দেশের দক্ষিণাঞ্চল। কিন্তু পাকিস্তানের সেনা সরকার বিষয়টি মোটেও গুরুত্বসহকারে নেয়নি। পরের মাস ডিসেম্বরে আয়োজিত সাধারণ নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। পাকিস্তানে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সবার প্রত্যাশা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে। কিন্তু আদতে ঘটনা তেমন ঘটেনি।

প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান এবং পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টোর মধ্যে রাজনৈতিক আলোচনার পর ঢাকায় চলতে থাকা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত জাপানিদের গভীর মনোযোগ আকর্ষণ করে। পাকিস্তানের সংলাপের খেলায় জাপানি জাতি, সেই সময়ের পূর্ব পাকিস্তান এবং সারা বিশ্বের বড় একটা অংশ প্রতারিত হয়। আর এরপর যখন ২৫ মার্চ নিরীহ পূর্ব পাকিস্তানিদের ওপর গণহত্যা চালানো হয়, তখন সারা বিশ্বের মতো জাপানি জাতি এবং গণমাধ্যমও হতভম্ব হয়ে যায়।


জাপানে থাকা বাঙালিদের বেশির ভাগই ছিলেন শিক্ষার্থী এবং প্রশিক্ষণার্থী। হুট করে রাজনৈতিক পটপরিবর্তন হয়ে গণহত্যা শুরুর ঘটনায় বাক্‌রুদ্ধ ও আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। ২৬ মার্চ সকালে টোকিওতে থাকা বেশ কিছু বাঙালি কোমাবর মেগুরোর ফরেন স্টুডেন্ট হাউসে একত্র হন এবং নিজেদের করণীয় নিয়ে আলোচনা করেন।

সেখানেই তাঁরা সিদ্ধান্ত নেন—এ দিনের পর থেকে আমরা আর পাকিস্তানি নই, আমরা সার্বভৌম বাংলাদেশের নাগরিক। ওই একই সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন জাপান জন্ম নেয়। সেদিনই সংস্থাটির মুখপাত্র একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশের প্রতি আমাদের আনুগত্য ঘোষণা করেন। আবার আমাদের কোনো কোনো সদস্য গণমাধ্যমে সাক্ষাৎকার দেন নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এসব বিবৃতি ও সাক্ষাৎকার এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন গড়ে তোলার সংবাদ সেই সময়ে টোকিওর খবরের কাগজগুলোতে প্রকাশিত হয়।


এই সময়ে তাদামাসা সুজুকি নামিও এক জাপানি কম্পিউটার ইঞ্জিনিয়ার নিজের চাকরি ছেড়ে দিয়ে এবং তাঁর কোম্পানি থেকে পাওয়া রিটায়ারমেন্টের অর্থ ব্যয় করে একটা বড় গাড়ি কিনে ওই গাড়ির ওপর মাইক বসিয়ে টোকিওসহ অন্যান্য শহরের পথে পথে বাংলাদেশের পক্ষে প্রচারণা চালিয়ে জাপানি জনমত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
দুই
মার্চের শুরুর দিকে টোকিওতে বসবাসরত বাঙালিরা টোকিওতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মোতাহার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে। তিনি পূর্ববঙ্গের মানুষ ছিলেন। তার মাধ্যমে আমরা নৃশংস পাকিস্তানি সেনাদের হাতে জয়দেবপুরে বাঙালি বেসামরিক জনগণকে হত্যার ঘটনায় শোক, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে পাকিস্তানের প্রেসিডেন্টের কাছে স্মারকলিপি পাঠাই।

জাপানের টোকিওতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন, টোকিওতে প্রফেসর নারার বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন এবং ওসাকায় প্রফেসর সুরুশিমার বাংলাদেশ সলিডারিটি ফ্রন্ট গড়ে ওঠার সঙ্গে সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও তহবিল সংগ্রহের প্রচারণা শুরু হয় আরও জোরেশোরে।

বাংলাদেশি শরণার্থীদের জন্য টোকিওতে তহবিল সংগ্রহ প্রচারণা জাপানি জনগণকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে অবহিত করার ফোকাল পয়েন্ট হয়ে ওঠে। জাপানের বিভিন্ন গণমাধ্যম ও টিভি চ্যানেল এ ধরনের কার্যক্রমের বিস্তারিত কভারেজ দিতে শুরু করে এবং জাপানের সাধারণ জনগণ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বিষয়ে সহানুভূতিশীল হতে শুরু করে।

এভাবেই বাংলাদেশের জন্য একটি সহানুভূতিশীল জনমত তৈরির ক্ষেত্রে জাপানের গণমাধ্যম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই সময়ে তাদামাসা সুজুকি নামিও এক জাপানি কম্পিউটার ইঞ্জিনিয়ার নিজের চাকরি ছেড়ে দিয়ে এবং তাঁর কোম্পানি থেকে পাওয়া রিটায়ারমেন্টের অর্থ ব্যয় করে একটা বড় গাড়ি কিনে ওই গাড়ির ওপর মাইক বসিয়ে টোকিওসহ অন্যান্য শহরের পথে পথে বাংলাদেশের পক্ষে প্রচারণা চালিয়ে জাপানি জনমত গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৭১ সালে জাপানে বসবাসকারী মাত্র ৩০ জনের মতো বাঙালির মাধ্যমেই জাপানজুড়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা সম্ভব হয় খুব সফলভাবেই। এ সফলতার পেছনে আরও কাজ করে জাপানি রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষক, শিক্ষার্থী, ধর্মীয় দল ও সাধারণ জনগণের কার্যকর ও স্বতঃস্ফূর্ত সমর্থন।

জাপানিদের জনমত ও সরকারি সংস্থাগুলোকে বাংলাদেশের স্বার্থের অনুকূলে আনা, তহবিল সংগ্রহ এবং গণমাধ্যমকে ব্রিফ করার ক্ষেত্রে আমরা মুজিবনগর সরকারেরও নির্দেশনা পেতে থাকি।

তিন
পাকিস্তানের বাঙালি রাষ্ট্রদূত এবং টোকিওতে বসবাসরত বাঙালিদের মধ্যেও একটি অঘোষিত ও অপ্রতিসম ‘যুদ্ধ’ শুরু হয়। পাকিস্তানি দূতাবাসের চালানো প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াই করার জন্য জাপানি বুদ্ধিজীবীদের সহায়তায় ‘বাংলাদেশ ইনফরমেশন সার্ভিস’ প্রতিষ্ঠা করা হয়। জাপানি ভাষায় প্রকাশিত ‘বাংলাদেশ নিউজ’, জাপানি বুদ্ধিজীবীদের নিরলস প্রচেষ্টা এবং মুজিবনগর সরকারের ক্রমাগত সমর্থনের মাধ্যমে পাকিস্তানি দূতাবাসের প্রোপাগান্ডা অকার্যকর করে দেয়া সম্ভব হয়।

১৯৭১ সালের ১ মে থেকে পাকিস্তানে সাহায্য দেওয়া বন্ধ করে দেয় জাপান। সেই সঙ্গে গানবোট কেনা এবং ঘোড়াশাল সার ফ্যাক্টরির কমিশনিংও ব্যর্থ করে দেওয়া হয়। জাপানে কোনো ধরনের সরকারি বা বেসরকারি সমর্থন পায়নি পাকিস্তান, তার বদলে বরং তাদের প্রত্যাখ্যান করা হয়েছে। সেগুলো ছিল আমাদের সফলতা।


চার
আমাদের তৎপরতা অব্যাহত থাকে। জাপানের সংবাদমাধ্যম, রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবীদের ইতিবাচক ভূমিকার কারণেই পরবর্তী সময়ে জাপানি সরকারও নিউইয়র্কে জাতিসংঘে একটি অনুকূল ভূমিকা পালন করে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি দিয়ে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে উদার অর্থনৈতিক সহায়তার দ্বার খুলে দেয় জাপান।

শরণার্থীদের জন্য অর্থসহায়তা তুলতে আমরা টোকিওর বিভিন্ন স্থানে নিয়মিতভাবে প্রচারাভিযান চালাই। পশ্চিমবঙ্গের শরণার্থীশিবিরগুলোতে ত্রাণসহায়তা পাঠানোর জন্য আমরা বেশ ভালো অঙ্কের অর্থ সংগ্রহ করতে সমর্থ হয়েছিলাম। মুক্তিযোদ্ধাদের জন্য আমরা ওয়্যারলেস ইকুইপমেন্ট ও ওয়াকিটকি কিনি। মুজিবনগর সরকারের কাছেও তহবিল প্রেরণ করা হয়, যাতে তারা প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করতে পারে।

শুরু থেকেই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে আছেন ব্রডকাস্টার ও জাপান সরকারের স্কলার মরহুম ইসকান্দার আহমেদ চৌধুরী; সাংবাদিক, কূটনীতিবিদ ও জাপান সরকারের স্কলার মরহুম আহমেদ জালাল; অবসরপ্রাপ্ত প্রকৌশলী, ব্রডকাস্টার ও জাপান সরকারের স্কলার আনওয়ারুল করিম; ঢাকার ব্যবসায়ী ও জাপান সরকারের স্কলার মমতাজ ভুঁইয়া; ব্যবসায়ী ও জাপান সরকারের স্কলার মরহুম মুস্তাফিজুর রহমান; ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুল ইসলাম, জাপান সরকারের স্কলার ও অবসরপ্রাপ্ত প্রকৌশলী আবদুর রহমান; অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ মকবুল মুর্তাজা; অবসরপ্রাপ্ত ইউএন এজেন্সি অফিসার মরহুম আবদুল ফাত্তাহ; জাপান সরকারের স্কলার আবদুর রশিদ (বর্তমানে নিউইয়র্কে বসবাসরত); অবসরপ্রাপ্ত ইউএন এজেন্সি কর্মকর্তা আবদুল কাদের প্রামাণিক; টোকিওতে একটি প্রকৌশল ফার্মে কর্মরত নুরুল ইসলাম; সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাইফুল আলম; চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলাম। এ ছাড়া তখন পাকিস্তান শিপিং করপোরেশনের টোকিও ম্যানেজার জুবায়েরও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডে অংশ নিয়েছেন এবং তিনি সংগঠনের জন্য ভালো অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করেন।

আবদুর রহমান একাত্তরে জাপানে অবস্থানরত বাংলাদেশিদের মুক্তিযুদ্ধের সপক্ষে চালানো তৎপরতায় অংশগ্রহণকারী। তিনি ছয় দশক ধরে জাপানে বসবাসরত

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর