প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৩, ১৭:২০
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের ঢংপাড়া এলাকায় আরজিনা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়।
ওই স্কুলছাত্রী শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের বাদল মিয়ার মেয়ে। সে ধনুয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
গাজীপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিজানুর রহমান বাচ্চু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি জানিয়েছি। আত্মহত্যার কারণ জানতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। স্বজনেরা আত্মহত্যার কারণ জানাতে পারেনি। মরদেহর পাশে একটি চিরকুট পাওয়া গেছে।’
ধনুয়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেলিম বলেন, ‘সে খুবই মেধাবী ছাত্রী ছিল। তার শ্রেণি রোল নম্বর দ্বিতীয়। স্কুলে উপস্থিতি ভালো ছিল। আজ সকালে তার স্বজনেরা আমাকে ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী কারণে সে আত্মহত্যা করছে সে বিষয়ে কিছু বলেনি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, ‘‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মনের কষ্ট নিয়ে আমি আত্মহত্যা করেছি। আমাকে সবাই মাফ করবেন।’’
মন্তব্য করুন: