প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩, ১০:২৭
ঘন কুয়াশার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় (২৬ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ৮টার দিকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সোমবার রাত ৩টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) খোরশেদ আলম বলেন, (২৫ ডিসেম্বর) সোমবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে শুরু করে।
রাত বাড়লে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এক পর্যায়ে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানসহ দেড় শতাধিক গাড়ি আটকা পড়ে।
মন্তব্য করুন: