সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার
  • সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর

"সংবর্ত নামে অভিহিত হবে ইবির ব্যাচ-৩৬"

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩, ১৩:১৫

দীর্ঘদিনের বিড়ম্বনা পেরিয়ে এবং গণতান্ত্রিক উপায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্বতন্ত্র সম্মিলিত ব্যাচের নাম নির্ধারণ করা হয়েছে ‘সংবর্ত-৩৬’।

সোমবার (২৫ ডিসেম্বর) ৩৬ টা বিভাগের ক্লাস প্রতিনিধিরা (সিআর) নিজস্ব ডিপার্টমেন্টের নোটিশ গ্রুপে ভোট গ্রহণের মাধ্যমে অপরাজেয়-৩৬ কে পরাজয় করে “সংবর্ত-৩৬” ব্যাচ নাম নির্ধারণ করেন ব্যাচের সকল শিক্ষার্থীরা। এতে অপারেজয় (৫৩২) কে পরাজিত করল সংবর্ত ৭৮৭ ভোট পেয়ে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনে প্রতিটি শিক্ষাবর্ষের একটা স্বতন্ত্র নামে পরিচয় বহন করে থাকেন। ভর্তি হওয়ার পর কয়েকটা নাম সিলেকশন করে নির্বাচনের মাধ্যমে অপরাজেয়-৩৬ নামে এত দিন পরিচয় বহন করলেও কিছু ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেনি বলে আপত্তি জানায়। ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সম্মিলিত ব্যাচের নাম নিয়ে দু'মতে বিভক্ত দেখা দেয়।

এমনকি কিছু শিক্ষার্থী অপরাজেয়-৩৬ আর একাংশ শিক্ষার্থী সংবর্ত-৩৬ নামে প্রচার প্রচারণা নিয়েও ঢের সক্রিয় ছিল।
সব কিছু আমলে নিয়ে সবার অংশগ্রহণমূলক একাত্মতা ফিরে পেতে এ নির্বাচনের সিদ্ধান্ত নেয় সিআর সংঘ।

এক শিক্ষার্থীর ভাষ্য, আমাদের এই ব্যাচ নামের বিভক্তির কারণে সম্মিলিত নেতৃত্ব ও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা ব্যাচ ডে পালন করতে বাঁধা হয়ে দাঁড়ায়। আমাদের স্বতন্ত্র একটা পরিচয় থাকা উচিত। গণতান্ত্রিক উপায়ে এমন সিন্ধান্তকে সাদুবাদ জানাচ্ছি। আমরা শিক্ষার্থী; আমরাই সংবর্ত-৩৬।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর