প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩, ১৭:৪৬
নরসিংদীর রায়পুরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে নির্বাহী হাকিমের তথ্যবধানে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
২৪ ডিসেম্বর রবিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পারিচালনা করেন নির্বাহী হাকিম জেলা আরডিসি কর্মকর্তা এবং নির্বাহী হাকিম চৌধুরী মুস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী হাকিম মো শফিকুল ইসলাম, নির্বাহী হাকিম সাজ্জাদ পারভেজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল গোলাম রাব্বানী ও অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী প্রমূখ। এ ছাড়াও র্যাব, বিজিবি, পুলিশ এবং আনসার ব্যাটালিয়ানের শতাধিক আইনশৃংখলা বাহিনীর সদস্যরা এতে অংশগ্রহণ করে।
নির্বাহী হাকিম মো শফিকুল ইসলাম বলেন, উপজেলার চরাঞ্চল নিলক্ষা ইউনিয়নের সবদর আলী খান হাই স্কুল, গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আবুল হাসেম উচ্চ বিদ্যালয় ও বীরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ওই এলাকায় ভোট কেন্দ্র গুলো পরিদর্শন করি। ঝগড়া মারামারি প্রবণ এলাকা হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে টহল অভিযান পরিচালনা করি। এখন পর্যন্ত এ সব এলাকায় সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন: