সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার
  • সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর

এল-সিসি

বাংলাদেশ মিসরের ‘সিস্টারলি কান্ট্রি’

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩০

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ পরিচয়পত্র পেশ করেছেন। প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।

একই দিনে প্রেজেন্টেশন অব ক্রেডেনশিয়াল সেরিমনি অনুষ্ঠানে বাংলাদেশসহ মোট ২০টি দেশের রাষ্ট্রদূত পরিচয়পত্র হস্তান্তর করেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্সিয়াল প্যালেসের বিশেষ গাড়িতে মোটর শোভাযাত্রাসহ বাংলাদেশ হাউস থেকে প্রেসিডেন্সিয়াল প্যালেসে রাষ্ট্রদূতকে নিয়ে যাওয়া হয়। পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতায় প্রথমে বাংলাদেশের রাষ্ট্রদূতকে দুজন চেম্বারলিন প্রেসিডেন্সিয়াল প্যালেসের গার্ডেনে নিয়ে যান। সেখানে অর্কেস্ট্রা গার্ড বাংলাদেশের জাতীয় সংগীত বাজায়। রাষ্ট্রদূতকে গার্ড অব অনার দেওয়া হয়।

পরে রাষ্ট্রদূতকে মিসরের প্রেসিডেন্টের চেম্বারে নিয়ে যাওয়া হয়, যেখানে রাষ্ট্রদূত সামিনা নাজ প্রেসিডেন্টকে সালাম দিয়ে শুভেচ্ছা জানান। তিনি নিজের পরিচয় জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির দেওয়া পরিচয়পত্র মিসরের প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেন। প্রেসিডেন্ট এল-সিসি রাষ্ট্রদূতের সঙ্গে করমর্দন করেন।

মিসরের প্রেসিডেন্ট এল-সিসি বলেন, বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র নিয়ে তিনি আনন্দিত। তিনি বাংলাদেশকে মিসরের সিস্টারলি কান্ট্রি বলে সম্বোধন করেন।

তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও মিশরের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে।

প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রদূত সামিনা নাজ তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানান। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে রাষ্ট্রদূত সর্বোচ্চ প্রচেষ্টা সহকারে কাজ করবেন বলে জানান।

মিসরে দায়িত্ব পালনের সময় সে দেশের প্রেসিডেন্টের কাছ থেকে পূর্ণ সমর্থন, উৎসাহ ও সাহায্য পাবেন বলে রাষ্ট্রদূত দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর