বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
  • শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু
  • মাঠ পর্যায়ে অনিয়ম পেলে কোম্পানির অ্যাগ্রিমেন্ট বাতিল
  • বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে কাতার
  • বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
  • ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬২০ মামলা
  • বিশ্বকে ৫ উদ্যোগ নিতে ড. ইউনূসের আহ্বান
  • ফিলিস্তিনের মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের নয়, মানবতার বিষয়
  • ইশরাকের গেজেট প্রকাশ নিয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে ইসির চিঠি
  • প্রধান উপদেষ্টার দিকনির্দেশনা মেনেই বৈঠক করা হচ্ছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গাজীপুর-৩

নৌকা মার্কার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ

জে, এ, রাকিব মৃধা - শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৩, ২০:১২

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের নৌকা মার্কার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে গোসিঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডর পূর্ব বেড়াবাড়ি গ্রামের নৌকা মার্কার নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।

অটোরিকশা চালক মো. রুবেল মিয়া বলেন, আমি আওয়ামী লীগের নির্বাচনী অফিসের পাশে একটি দোকানে অটোরিকশা চার্জ দেয় নিয়মিত। রাত আনুমানিক তিনটার দিকে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। এরপর পোড়া গন্ধ পেয়ে দোকান খুলে বাইরে বের হয়ে অফিসে আগুন জ্বলতে দেখি। পরবর্তীতে আশপাশের দোকানদারদের ডেকে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ করি। কে বা কারা আগুন দিয়েছে আমি দেখিনি।

গোসিঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মানিক সরকার সাংবাদিকদের বলেন, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী রুমানা আলী টুসি। গত কিছুদিন যাবৎ নৌকা প্রতীকের পোস্টার বিভিন্ন এলাকা থেকে ছিঁড়ে ফেলা হচ্ছে। এই বিষয়টি আমি স্বতন্ত্র প্রার্থীর লোকজনকে অবহিত করি, কিন্তু পোস্টার ছিড়া বন্ধ হয়নি। গত রাতে স্থানীয় দোকানদার অফিস পোড়ানোর বিষয়টি জানালে আমি নেতাকর্মীদের নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। এরপর পুলিশকে ফোন দেয়া হয়।
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের লোকজন এই কাজ করছেন। এ বিষয়ে আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

শ্রীপুর পৌর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মো. নূরু আলম মোল্লাহ সাংবাদিকদের বলেন, আমাদের কোনো কর্মী–সমর্থক অফিসে আগুন দেয়নি। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা ইয়াসমিন দৈনিক নাগরিক সংবাদকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর