বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • মার্কিন সহায়তা হ্রাসে আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট
  • পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
  • শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু
  • মাঠ পর্যায়ে অনিয়ম পেলে কোম্পানির অ্যাগ্রিমেন্ট বাতিল
  • বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে কাতার
  • বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
  • ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬২০ মামলা
  • বিশ্বকে ৫ উদ্যোগ নিতে ড. ইউনূসের আহ্বান
  • ফিলিস্তিনের মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের নয়, মানবতার বিষয়

দেখতে একই রকম, কোনটা আসল ভূমি?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৪১

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী ভূমি পেডনেকার। স্বল্প ক্যারিয়ারে একের পর এক হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তবে এ বছর খুব একটা আলোচনায় না থাকলেও বছর শেষ রীতিমতো চমকে দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি বিমানবন্দরে পাপারাৎসিদের দ্বিধায় ফেলে দেন ভূমি।


আসলে ভূমি নন, তাঁর বোন সমীক্ষা পেডনেকার এই বিভ্রান্তির কারণ।
অনেকেই হয়তো জানেন না, ভূমি পেডনেকারের প্রায় একই রকম দেখতে একটি ছোট বোন রয়েছে, যার নাম সমীক্ষা পেডনেকার। ভূমির বোন সমীক্ষা দেখতে হুবহু অভিনেত্রীর মতোই! প্রথম দেখায় যাঁকে অনেকে তাঁর যমজ হিসেবে বিভ্রান্ত হয়ে পড়েন।

২৭ ডিসেম্বর বুধবার রাতে সমীক্ষাকে নিয়ে বিমানবন্দরে আসেন ভূমি।


সেখানে পাপারাৎসিরা তাঁদের দেখে বিভ্রান্ত হয়ে পড়েন। কারণ তাঁরা দেখতে প্রায় একই রকম!

ভূমি ও সমীক্ষা পেডনেকার
ভূমি পেডনেকার ও সমীক্ষা পেডনেকার একে অপরের খুব কাছাকাছিই নয় শুধু, দেখতেও প্রায় একই রকম। অনেক সময়, ভক্তরা তাঁদের দেখে যমজ বোন হিসেবেই বিভ্রান্ত হয়। যদিও দুই বোন একত্রে খুব কমই প্রকাশ্যে আসেন।


বুধবার রাতে, পেডনেকার বোনেরা তাঁদের নববর্ষের ছুটিতে যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে পৌঁছান। তখনই সাংবাদিকরা ভূমি ও তাঁর বোনকে দেখে বিভ্রান্ত হয়ে পড়েন যে কে আসল ভূমি!
এর আগে নিউজ ১৮-এর সঙ্গে কথোপকথনে ভূমি পেডনেকার তাঁর বোন সমীক্ষা সম্পর্কে বলেছিলেন, ‘সবাই মনে করে আমরা (সমীক্ষা এবং সে) যমজ। আমরা যমজ নই। আমার ছোট বোন সমীক্ষা এবং আমি যমজ নই―আমরা সেরা বন্ধু, আমরা আত্মার বন্ধু। আমরা ব্যাবসায়িক অংশীদার।


আমি ছোটবেলা থেকে তাকেই রাখি বেঁধে আসছি। রক্ষা বন্ধনের আমার সবচেয়ে প্রিয় স্মৃতি হলো আমি এবং সমীক্ষা আসলে স্কুলে রাখি বানাই, তারপর এসে একে অপরের হাতে বেঁধে দিই।’
ভূমিকে সর্বশেষ দেখা গেছে ‘থ্যাংক ইউ ফর কামিং’-এ। সামনে মেরে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’তে দেখা যাবে অভিনেত্রীকে। এতে আরো অভিনয় করছেন অর্জুন কাপুর, রাকুল প্রীত ও শক্তি কাপুর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর