সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার
  • সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর

নির্বাচনের নামে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে : আসক

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৩, ১৪:০৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একদলীয় এবং একপাক্ষিক বলে অভিহিত করেছেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপার্সন আইনজীবী জেড আই খান পান্না। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীক মানবাধিকার পরিস্থিত সম্পর্কিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনজীবী জেড আই খান বলেন, 'নির্বাচনে একটা দলের নির্বাচন হচ্ছে। আদতে ভোটের মাধ্যমে তাই হবে যা আওয়ামী লীগের কাউন্সিলে হতো।


আওয়ামী লীগের জোটে যারা আছে তারাই নির্বাচনে অংশ নিচ্ছেন।'
প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০২৩’ শীর্ষক সংবাদ সম্মেলনটি আয়োজন করে আইন ও সালিশ কেন্দ্রের (আসক)। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ২০২৩ সালের মানবাধিকার লঙ্ঘণের প্রতিবেদন তুলে ধরেন আসক নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে সংগৃহীত তথ্যে তৈরি প্রতিবেদনটিতে বলা হয়, নিম্ন আদালত কর্তৃক সাজা দেওয়ার ঘটনা লক্ষণীয়ভাবে বেড়েছে।


ঢাকায় গত ৫ মাসে ৯২ মামলার সাজা হয়েছে অন্তত ১ হাজার ৫১২ জন সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীর।
এ সংক্রান্ত প্রশ্নের জবাবে জেড আই খান বলেন, 'নির্বাচনের পর সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এটা আমি আশা করি। রাজনৈতিক নেতারা মুক্তি পাবেন। অন্যথায় রাজনৈতিক ও মানবিক অধিকার লঙ্ঘিত হবে।


এটা অত্যন্ত লজ্জাজনক যে আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার থেকে বঞ্চিত হচ্ছি।'
বিভিন্ন সময় মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন ও স্বাধীন মত দমনে নিবর্তনমূল আইনে সমালোচনা করে তিনি আরো বলেন, 'মত প্রকাশে স্বাধীনতা রোধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। সরকারের সমালোচনা করা যাবে না এটা মোটেও ঠিক না।'

আসকের প্রতিবেদনে আরো বলা হয়, চলতি বছর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২০ জন। এর মধ্যে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে কক্সবাজার ও নারায়ণগঞ্জে দুইজন নিহত হয়েছেন।


এছাড়া পুলিশের হেফাজতে ১৩ জন, র্যাবের হেফাজতে দুইজন ও ডিবি পুলিশের হেফাজতে তিনজন নাগরিকের মৃত্যু হয়েছে।
২০২২ সাল থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যাগত দিক কমে এলেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। এমনকি এসব ক্ষেত্রে অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা যায়নি। ২০২২ সালে ১৯ জন নাগরিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিল।

কারা হেফাজতে মৃত্যু

আসকের তথ্য অনুসারে, চলতি বছর বিভিন্ন কারাগারে অসুস্থতাসহ বিভিন্ন কারণে মারা গেছেন ১০৫ জন। এর মধ্যে কয়েদি ৪২ জন এবং হাজতি ৬৩ জন। ২০২২ সালে কারা হেফাজতে মারা যান ৬৫ জন। এর মধ্যে কয়েদি ২৮ জন এবং হাজতি ৩৭ জন।

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ ও গুম

আসকের তথ্য অনুসারে, চলতি বছর আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহরণ, গুম ও নিখোঁজের শিকার হয়েছেন ৯ জন বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে পরবর্তী সময়ে গ্রেপ্তার দেখানো হয়েছে ৬ জনকে, ফিরে এসেছেন তিনজন।

সীমান্ত হত্যা ও নির্যাতন

আসকের তথ্য অনুসারে, চলতি বছর ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৩০ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে লালমনিরহাটে তিনজন, সুনামগঞ্জে একজন, ঝিনাইদহে একজন, দিনাজপুরে দুইজন, চাপাইনবাবগঞ্জে তিনজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, পঞ্জগড়ে পাঁচজন, কুড়িগ্রামে একজন, ঠাকুরগাঁওয়ে চারজন, সিলেটে একজন, মৌলভীবাজারে একজন ও রাজশাহীতে তিনজন নিহত হন।

এছাড়া দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ৩১ জন বাংলাদেশি নাগরিক মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন।

গণপিটুনি

আসকের তথ্য অনুসারে, চলতি বছর গণপিটুনির শিকার হয়েছেন ৫১ জন। ২০২২ সালে গণপিটুনির শিকার হয়েছিলেন ৩৬ জন।

ধর্মীয় সংখ্যালঘু

আসকের তথ্য অনুসারে, চলতি বছর দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে ২১টি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আসকের সিনিয়র সমন্বয়ক আবু আহমেদ ফয়জুল কবির, সমন্বয়ক তামান্না হক রীতি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর