প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৪, ১৬:০৯
প্রতিবছরের মতো ইংরেজি নববর্ষের প্রথমদিন সারাদেশে বই উৎসব উদযাপন করে আসছে। এরি মধ্যে নরসিংদীতেও সারাদেশের ন্যায় এ বছরও চাহিদা অনুযায়ী সম্পন্ন বই দিয়েই শুরু হয়েছে বই উৎসব।
সোমবার(১জানুয়ারি)সকাল থেকে জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বই বিতরণ করা হয়। সকালে রায়পুরা উপজেলার শ্রীরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক বই উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো সোহাগ হোসেনসহ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তারা শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকবৃন্দ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিক্ষণ বিদ্যালয় সহ ২০০টি এবং বেসরকারি বিদ্যালয় ১৭২টি বিদ্যালয় মোট ৩৭২ টি বিদ্যালয়ে ৬৫৩১০ জন শিক্ষার্থীদের হাতে মোট ৩৩১৪০০ টি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০০টি এবং বেসরকারি বিদ্যালয় ১৭২টি বিদ্যালয় মোট ৩৭২ টি বিদ্যালয়ে ৬৫৩১০ জন শিক্ষার্থীদের হাতে মোট ৩৩১৪০০ টি বই বিনামূল্যে বিতরণ করা হয়। এবতেদায়ী ৪১৬০০ বই এর বিপরীতে ৪১৬০০, দাখিল ৬৭৯২৫ বই বিপরীতে ৪৭০০০ বই পাওয়া গেছে বিতরণ ২৫০০০ বই। মাধ্যমিকে ৬৪২৯০০ বিপরীতে ৪১৯৩০ বই পাওয়ার পর ৩২০০০ বিতরণ করা হয়েছে। উপজেলায় ০৭ লাখ ৫২ হাজার ৪২৫ বইয়ের চাহিদা রয়েছে। এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৫৩০ বই এসে পৌঁছেছে। ইতিমধ্যে ৯৮ হাজার ৬০০ বই বিতরণ করা হয়েছে।
মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো ফারুক মিয়া বলেন, ইতিমধ্যে চাহিদা অনুযায়ী ৬ ষষ্ঠ ও ৭ম শ্রেণির পরিপূর্ণ বই পেয়েছি। ৮ম এবং ৯ম শ্রেণির ৩-৫ টি করে বই পেয়েছি। বই উৎসব উপলক্ষে প্রস্তুতি চলছে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সামালমগীর আলম জানান, বই উৎসব হয়েছে। অষ্টম শ্রেণির ৪ টি এবং নবম শ্রেণির ৬ টি করে বই রোববার পেয়েছি। আশা করছি চাহিদানুযায়ী বাকি বই গুলো অচিরেই বই পৌছে যাবে। বাকি বই গুলো আসা মাত্র পর্যায়ক্রমে সেসব বই বিতরণ করা হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো সোহাগ হোসেন বলেন, সোমবার বই উৎসব উপলক্ষে উপজেলায় রায়পুরা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিক্ষণ বিদ্যালয় সহ ২০০টি এবং বেসরকারি বিদ্যালয় ১৭২টি বিদ্যালয় মোট ৩৭২ টি বিদ্যালয়ে ৬৫৩১০ জন শিক্ষার্থীদের হাতে মোট ৩৩১৪০০ টি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। সকালে স্কুল গুলোতে বই উৎসব হয়েছে।
নরসিংদী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পাশাপাশি শ্রীরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ। দুপুরে তোলা ছবি হারুনূর রশিদ।
মন্তব্য করুন: