বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • মার্কিন সহায়তা হ্রাসে আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট
  • পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
  • শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু
  • মাঠ পর্যায়ে অনিয়ম পেলে কোম্পানির অ্যাগ্রিমেন্ট বাতিল
  • বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনাসদস্য নেবে কাতার
  • বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি
  • ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬২০ মামলা
  • বিশ্বকে ৫ উদ্যোগ নিতে ড. ইউনূসের আহ্বান
  • ফিলিস্তিনের মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের নয়, মানবতার বিষয়

রাজধানীতে থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে ৩ কিশোর দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৪, ১৭:১৫

রাজধানীর কামরাঙ্গীচরে থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে তিন কিশোর দগ্ধ হয়েছে। মুখে কেরোসিন নিয়ে ফানুসে আগুন ধরাতে গিয়ে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলো- দানেশ বেপারীর ছেলে রাকিব হোসেন (১৭) ও তার সহোদর রায়হান (১৭) এবং তাঁদের চাচা সিয়াম (১৪)। তাঁদের বাড়ি শরীয়পুর জেলার জাজিরা উপজেলায়।


তাঁরা কামরাঙ্গীরচর মজিবর ঘাট এলাকায় পরিবারের সঙ্গে থাকে।
তাঁদের মধ্যে সিয়ামের অব্স্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম।

তরিকুল ইসলাম বলেন, রবিবার রাতে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে সিয়ামের শরীরের ৮৮ শতাংশ, রাকিবের ৬ শতাংশ ও রায়হান ২ শতাংশ দগ্ধ হয়েছে।


তিনজনের মধ্যে সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সিয়ামের খালাতো ভাই সজিব জানান, সিয়াম মুখে কেরোসিন নিয়ে আগুন জ্বালাচ্ছিল। অসাবধানতাবশত তাঁর শরীরে কেরোসিন পড়ে গিয়ে আগুন ধরে যায়।


তখন আগুন নেভাতে গিয়ে রাকিব-রাইয়ান কিছুটা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সিয়ামের বাবা স্বপন বেপারী বলেন, সিয়াম ও তাঁর জমজ দুই চাচাসহ পাশের বাড়ির ছাদে গিয়েছিল। সেখানে তাঁরা এ দুর্ঘটনার শিকার হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর