সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার
  • সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর

গাজীপুর-১ আসন

মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীর

মাসুদুর রহমান কালিয়াকৈর(গাজীপুর)

প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৪, ১৭:৪৬

 

গাজীপুর-১ আসনে ভোট প্রার্থনা করে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। এর ধারাবাহিকতায় গতকাল সোমবার দুপুরে নির্বাচনী জনসভার আয়োজন করে কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন আওয়ামীলীগ। নৌকার প্রার্থী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ¦ এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হকের আগমনকে ঘিরে জনসভা যেন জনস্রোতে রূপান্তরিত হয়। নির্বাচনী জনসভাকে ঘিরে নৌকা প্রতীকের সমর্থনে দলীয় নেতাকর্মীসহ সাধারন মানুষের ঢল নামে। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত দলীয় নেuতাকর্মীসহ সমর্থকদেরকে মানুষের ঘরে ঘরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছানোর অনুরোধ জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।


এর আগে দুপুরে উপজেলার গোসাত্রা এলাকায় ডাঃ জলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে শিশু-কিশোর, নারীসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষের ঢলনামে। আটাবহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে মহিলা পুরুষ সম্মিলিত ভাবে একের পর এক নৌকার ব্যানার সামনে রেখে মিছিল সহকারে জনসভাস্থলে আসতে থাকে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সভাস্থলে আসার সাথে সাথে বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পূর্ন হয়ে যায়।


আটাবহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কে এম ইব্রাহিম খালিদের সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ আলীম। জনসভায় আরো বক্তব্য রাখেন- কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন শাকিল মোল্লা, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাপ্পী সাহা, আটাবহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ রানা খাঁনসহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা অটোটেম্পু মালিক সমিতির বাড়ইপাড়া শাখার সভাপতি বেনজির আহমেদ সিকদার, সাধারন সম্পাদক মহিদুর রহমান মজনু, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বাড়ইপাড়া শাখার সভাপতি শফিউদ্দিন মৃধাসহ স্থানীয় ইউপি সদস্য, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, মহিলা আওয়ামীলীগসহ অংগ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন এলাকার সাধারণ ভোটার।


নৌকার প্রার্থী আরো বলেন, এই সভাবেশে জনগণের স্বতঃস্পূর্ত ভাবে অংশ গ্রহণে প্রমাণ করে জয়ের ব্যাপারে ইনশাহআল্লাহ আমরা শতভাগ আশাবাদী এবং নিশ্চিত। এটা জনগণই ভাল জানেন, কেন তারা আমাকে ভোট দিবেন? আমি ১৫ বছর অত্যান্ত ন্যায় ভাবে, সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেছি। গাজীপুর-১ আসনের বিভিন্ন এলাকাসহ আটাবহ ইউনিয়নে যে ব্যাপক উন্নয়ন করেছি, সব আপনারা দেখেছেন। যে গুলো হয়নি, সে গুলো প্রক্রিয়াধীন আছে। সব সময় সুখে-দুঃখে তাদের পাশে ছিলাম, আছি। এটা জনগণও বিশ^াস করে ভবিষতে তাদের পাশে থাকবো। সেই জন্যই তাদের আমার প্রতি এতো ব্যাপক জন সমর্থন ।
মন্ত্রী বলেন, যারা ঝগড়া বা গালি গালাজ, অপ্রপচার, মিথ্যাচার করে করুক। কিন্তু আমরা এখন কোনো জবাব দিবোনা। আপনারা ব্যালটের মাধ্যমে সে সব অপপ্রচার, মিথ্যাচারীদের জবাব দিবেন। আর আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে আমি উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর