রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক
  • পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি
  • ৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়
  • বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই
  • নতুন সিইসি ও ইসিদের শপথ কখন জানা গেল
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে
  • এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
  • নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন
  • আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না
  • শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

বিইউপিতে পঞ্চদশ বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

প্রেস রিলিজ

প্রকাশিত:
২০ জুন ২০২৩, ১৬:০০

২০ জুন ২০২৩ তারিখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর পঞ্চদশ বার্ষিক সিনেট সভা বিইউপির বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি (Major General Md Mahbub-ul Alam, ndc, afwc, psc, MPhil, PhD) ।

সভার শুরুতে বিইউপির উপাচার্য ও সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ মাহ্বুব-উল আলম বিদায়ী সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নবনিযুক্ত সদস্যদের স্বাগত জানান। পরে বিইউপির ট্রেজারার এয়ার কমডোর মোঃ শফিকুল ইসলাম, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি, জিডি(পি)  ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত বাজেট ১১৭ কোটি ৯৬ লক্ষ টাকা ও ২০২৩-২০২৪ অর্থবছরের ১২৯ কোটি ৫৯ লক্ষ টাকার বাজেট উপস্থাপন করেন। সিনেট সদস্যগণ ট্রেজারার এর বক্তৃতার ওপর আলোচনা করেন এবং সর্বসম্মতিক্রমে বাজেট প্রস্তাব অনুমোদন করেন। এছাড়াও সিনেট সভায় বিইউপির পাবলিক রিলেশন্স, ইনফরমেশন অ্যান্ড পাবলিকেশন্স (পিআরআইপি) এর চিফ এয়ার কমডোর সৈয়দ ফকরুদ্দিন মাসুদ, বিএসপি, এনডিসি, পিএসসি, জিডি(পি) কর্তৃক উপস্থাপিত ১৫তম বার্ষিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। পঞ্চদশ বার্ষিক সিনেট সভাটি সার্বিকভাবে সঞ্চালনা করেন বিইউপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম ফয়সাল বাতেন, এনডিসি, পিএসসি।
সভায় সিনেট চেয়ারম্যান মেজর জেনারেল মাহ্বুব তাঁর বক্তব্যে বলেন, নতুন জ্ঞান সৃষ্টি, শিক্ষা বিস্তার, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদি চলমান রয়েছে। ইতোমধ্যে বিইউপি একটি 'Academic Strategic Plan’ প্রণয়ন করেছে যা; বাস্তবায়নের মাধ্যমে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে তার সাফল্য অর্জনে এগিয়ে যাবে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, বিইউপির শিক্ষার্থীরা দেশে ও বিদেশে ক্রমাগত সাফল্য অর্জন করে চলছে যার প্রতিফলন স্বরূপ ইউজিসি কর্তৃক সম্প্রতি ঘোষিত ২০১৯ সালের জন্য পাঁচটি ফ্যাকাল্টি হতে পাঁচজন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ এর জন্য মনোনীত হয়েছেন। এছাড়া গবেষণাখাতে বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিইউপিতে ইতোমধ্যে একটি গবেষণা সেল প্রতিষ্ঠা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন যে, বিইউপি বঙ্গবন্ধু চেয়ার থেকে ‘Bangabandhu: A Profile in Leadership’ শীর্ষক বইটির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। উচ্চশিক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরার ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত এবং বিভিন্ন দেশি ও আন্তজার্তিক বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিও উল্লেখ করেন।
এছাড়া সিনেট সভায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান, সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম (বীর উত্তম), সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, এবং সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সশস্ত্রবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বিইউপি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

চৎবংং জবষবধংব
ঋরভঃববহঃয অহহঁধষ ঝবহধঃব গববঃরহম ঐবষফ ধঃ ইটচ

উযধশধ, ২০ ঔঁহব ২০২৩: ঙহ ঔঁহব ২০, ২০২৩, ঃযব ঋরভঃববহঃয অহহঁধষ ঝবহধঃব গববঃরহম ড়ভ ইধহমষধফবংয টহরাবৎংরঃু ড়ভ চৎড়ভবংংরড়হধষং (ইটচ) ধিং যবষফ ধঃ ঃযব ইরলড়ু অঁফরঃড়ৎরঁস ড়ভ ইটচ. ইটচ ঠরপব ঈযধহপবষষড়ৎ ধহফ ঝবহধঃব ঈযধরৎসধহ গধলড়ৎ এবহবৎধষ গফ গধযনঁন-ঁষ অষধস, হফপ, ধভপি, ঢ়ংপ, গচযরষ, চযউ ঢ়ৎবংরফবফ ড়াবৎ ঃযব সববঃরহম.
অঃ ঃযব নবমরহহরহম ড়ভ ঃযব সববঃরহম, ইটচ ঠরপব ঈযধহপবষষড়ৎ ধহফ ঝবহধঃব ঈযধরৎসধহ গধলড়ৎ এবহবৎধষ গফ গধযনঁন-ঁষ অষধস ঃযধহশবফ ঃযব ড়ঁঃমড়রহম সবসনবৎং ধহফ বিষপড়সবফ ঃযব হবষিু ধঢ়ঢ়ড়রহঃবফ সবসনবৎং. খধঃবৎ, ইটচ ঞৎবধংঁৎবৎ অরৎ ঈফৎব গফ ঝযধভরয়ঁষ ওংষধস, হফপ, ভধপি, ঢ়ংপ, এউ(চ) ঢ়ঁঃ ভড়ৎধিৎফ ঃযব ৎবারংবফ ২০২২-২০২৩ ভরংপধষ ুবধৎ নঁফমবঃ ধসড়ঁহঃরহম ঃড় ঞশ. ১১৭ ঈৎড়ৎব ৯৬ ষধপ ধহফ ধহহড়ঁহপবফ ধ ঞশ. ১২৯ ঈৎড়ৎব ৫৯ ষধপ নঁফমবঃ ভড়ৎ ঃযব ভরংপধষ ুবধৎ ২০২৩-২০২৪ ঃযধঃ ঁহধহরসড়ঁংষু ধঢ়ঢ়ৎড়াবফ নু ঃযব ঝবহধঃব গবসনবৎং. ঈযরবভ ড়ভ চঁনষরপ জবষধঃরড়হং, ওহভড়ৎসধঃরড়হ, ধহফ চঁনষরপধঃরড়হং (চজওচ) অরৎ ঈফৎব ঝুবফ ঋধশৎঁফফরহ গধংঁফ, ইঝচ, হফপ, ঢ়ংপ, এউ(চ) ধষংড় ঢ়ৎবংবহঃবফ ঃযব ঋরভঃববহঃয অহহঁধষ জবঢ়ড়ৎঃ (ঔঁষু ২০২২-ঔঁহব ২০২৩) ড়ভ ইটচ. খধঃবৎ, ঃযব ধহহঁধষ ৎবঢ়ড়ৎঃ ধিং ধঢ়ঢ়ৎড়াবফ নু ঃযব ঝবহধঃব গবসনবৎং. ইটচ জবমরংঃৎধৎ অ ই গ ঋধরংধষ ইধঃবহ, হফপ, ঢ়ংপ পড়হফঁপঃবফ ঃযব সববঃরহম.
ইটচ ঠরপব ঈযধহপবষষড়ৎ ধহফ ঝবহধঃব ঈযধরৎসধহ গধলড়ৎ এবহবৎধষ গফ গধযনঁন-ঁষ অষধস ংধরফ ধঃ ঃযব নবমরহহরহম ড়ভ যরং ংঢ়ববপয ঃযধঃ ঃযব পৎবধঃরড়হ ড়ভ হবি শহড়ষিবফমব, বীঢ়ধহংরড়হ ড়ভ বফঁপধঃরড়হ, াধৎরড়ঁং রহভৎধংঃৎঁপঃঁৎব ফবাবষড়ঢ়সবহঃং, বঃপ. ধৎব মড়রহম ড়হ. ইটচ যধং ধষৎবধফু ভড়ৎসঁষধঃবফ ধহ ‘অপধফবসরপ ঝঃৎধঃবমরপ চষধহ’, ধহফ রঃং রসঢ়ষবসবহঃধঃরড়হ রিষষ ধংংরংঃ রহ ধপযরবারহম রঃং ংঁপপবংং ধঃ ঃযব হধঃরড়হধষ ধহফ রহঃবৎহধঃরড়হধষ ষবাবষ. ঐব ংঢ়বপরভরপধষষু সবহঃরড়হবফ ঃযধঃ ইটচ ংঃঁফবহঃং যধাব নববহ ধপযরবারহম পড়হঃরহঁড়ঁং ংঁপপবংং ধঃ যড়সব ধহফ ধনৎড়ধফ. ঋরাব ংঃঁফবহঃং ভৎড়স ভরাব ভধপঁষঃরবং ধৎব ংবষবপঃবফ ভড়ৎ ‘চৎরসব গরহরংঃবৎ এড়ষফ গবফধষ’ ভড়ৎ ২০১৯, ঃযব ঈযধরৎসধহ ধফফবফ. ইবংরফবং, যব ধষংড় সবহঃরড়হবফ ঃযধঃ ধ ৎবংবধৎপয পবষষ যধং ধষৎবধফু নববহ বংঃধনষরংযবফ রহ ইটচ ঃযৎড়ঁময ঃযব ঢ়ৎড়ঢ়বৎ সধহধমবসবহঃ ড়ভ ঃযব সড়হবু ধষষড়পধঃবফ ঃড় ঃযব ৎবংবধৎপয ংবপঃড়ৎ. ঐব ধষংড় ংধরফ ঃযধঃ ঃযব ড়িৎশ ড়হ ঃযব নড়ড়শ ঃরঃষবফ 'ইধহমধনধহফযঁ: অ চৎড়ভরষব রহ খবধফবৎংযরঢ়' নু ইটচ ইধহমধনধহফযঁ ঈযধরৎ যধং ধষৎবধফু নববহ পড়সঢ়ষবঃবফ. ঐব ধষংড় সবহঃরড়হবফ ঃযধঃ ইটচ যধং ফবপরফবফ ঃড় বহৎড়ষষ রহঃবৎহধঃরড়হধষ ংঃঁফবহঃং ধহফ ংরমহ ধ সবসড়ৎধহফঁস ড়ভ ঁহফবৎংঃধহফরহম রিঃয াধৎরড়ঁং ফড়সবংঃরপ ধহফ রহঃবৎহধঃরড়হধষ ঁহরাবৎংরঃরবং ধহফ রহংঃরঃঁঃরড়হং ঃড় যরমযষরমযঃ ঃযব ঁহরাবৎংরঃু রহ ঃযব রহঃবৎহধঃরড়হধষ ধৎবহধ ড়ভ যরমযবৎ বফঁপধঃরড়হ.
অসড়হম ঃযব ঝবহধঃব গবসনবৎং, হড়ঃধনষু গৎ. গঁযধসসবফ ঋধৎঁশ কযধহ, গচ, গধলড়ৎ (জবঃফ) জধভরয়ঁষ ওংষধস (ইরৎ টঃঃধস), গচ, গৎ. ঘঁৎঁষ ওংষধস ঘধযরফ, গচ, গৎ. ঐ ঘ অংযরয়ঁৎ জধযসধহ, গচ, ঝবপৎবঃধৎরবং ভৎড়স ফরভভবৎবহঃ সরহরংঃৎরবং, যরময ড়ভভরপরধষং ভৎড়স ইধহমষধফবংয অৎসবফ ঋড়ৎপবং, ধহফ যরময ড়ভভরপরধষং ড়ভ ইটচ বিৎব ঢ়ৎবংবহঃ রহ ঃযব সববঃরহম.

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর