বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
  • দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে
  • নতুন দল নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি
  • অতিরিক্ত হর্ন বাজানো শুধু আইন লঙ্ঘন নয় আচরণগত অবক্ষয়ও
  • ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন সহায়তা হ্রাসে আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট
  • পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
  • শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু
  • মাঠ পর্যায়ে অনিয়ম পেলে কোম্পানির অ্যাগ্রিমেন্ট বাতিল

জ্বালাও পোড়াও রুখতে নৌকায় ভোট চাইলেন আ'লীগ কেন্দ্রীয় নেতা 

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৪, ১৮:৪০

 
 
 
বিএনপির জ্বালাও-পোড়াও রুখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। 
তিনি বলেন, নৌকায় ভোট দিয়ে জনগণ দেশের স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। জনগণের ভাগ্য পাল্টে যায়। আওয়ামী লীগ সরকারই এখানে নদী ভাঙা রুখতে কাজ করেছে, মানুষ ঘর পেয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে এবং আওয়ামী লীগ সরকারের সময়ই এই এলাকার ব্যাপক উন্নয়ন করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী মোশারফ হোসেনের নৌকা প্রতীকে নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন। 
গত ১৫ বছরে বাংলাদেশ বদলে গেছে উল্লেখ করে লাইলী বলেন, এই বদলে যাওয়া বাংলাদেশ আরও উন্নত হবে। সবক্ষেত্রে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় এলেই দেশের উন্নতি হয়। কৃষকের ভাগ্যের পরিবর্তন হয়।  কাজেই নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় এনে প্রধানমন্ত্রকে আপনারা আপনাদের সেবা করার সুযোগ দেবেন, সেটাই আমি আপনাদের কাছে চাই। এ সময় ফরিদুন্নাহার লাইলী সবাইকে হাত তুলে প্রতিশ্রুতি দেওয়ার অনুরোধ করলে সবাই দুই হাত তুলে নৌকা মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। 
লাইলী বলেন, আমি সবসময় রামগতি-কমলনগরের মানুষের পাশে দাড়িয়েছি। আপনারই আমার আপনজন, এটাই তো আমার সংসার। কাজেই আমি নাই তো কি হয়েছে নৌকা তো আপনাদের মাঝে রয়েছে। তাই আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আপনারা ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করুন। 
রামগতি ও কমলনগরে ফরিদুন্নাহার লাইলীর নির্বাচনী পথ সভায় আওয়ামী লীগের নেতা-কর্মী, সমর্থকসহ সর্বস্তরের হাজারো মানুষের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে।  এ সময় আশপাশের সড়ক গুলোতে ছিল বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি। 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে নৌকার মনোনয়ন পান আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী। পরে এখানে ১৪ দলীয় জোটের প্রার্থীকে নৌকার মনোনয়ন দেওয়া হলে দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। দলীয় মনোনয়ন না পেলেও প্রধানমন্ত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে নৌকার পক্ষে কাজ করে যাচ্ছেন ফরিদুন্নাহার লাইলী। 
বুধবার বিকেলে অনুষ্ঠিত নির্বাচনী এসব পথ সভায় উপস্থিত ছিলেন, ১৪ দলীয় জোটের প্রার্থী মোশারফ হোসেন, আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, আব্দুল্যা আল মামুন, মোহাম্মদ আবদুজ জাহের সাজু, নিজাম উদ্দিন, নুরুল আমিন রাজু, এ কে এম নুরুল আমিন প্রমুখ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর