খুলনা বিদ্যুৎ কেন্দ্রের কলোনীর ভিতরে আবারো চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় একটি ইজিবাইকে করে লোহার মালামাল তোলার সময় স্থানীয় ক্যাম্পের পুলিশ ও আনসার সদস্যদের হাতে ধরা পড়ে বহিরাগত ৪ চোর।
খুলনা বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে পুলিশ গার্ডের ইনচার্জ এএসআই মোঃ গুলজার হোসেন জানান, বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে পানির ট্যাঙ্কির পাশে লোহার মালামাল রাখা ছিল। এসময় বহিরাগত ৪ যুবক ২২০ কেজি ওজনের লোহার পানির পাম্পের বোল্ডার তোলে একটি খোলা ইজিবাইকে। পুলিশ সদস্যরা টের পেয়ে চোরদেরকে জিজ্ঞাসা করলে তারা নিরাপত্তা বিভাগের সহকারি পরিচালকের নির্দেশে লোহার মালামাল বিক্রির উদ্দেশ্যে বাইরে নিয়ে যাচ্ছিল বলে জানায়। আটককৃত চোররা হলেন, খালিশপুরের উত্তর কাশিপুর চেয়ারম্যান বাড়ির রায়হান (৩০), পদ্মা রোডের বাসিন্দা দিপু (২৪), দৌলতপুর মুচিপাড়ার বাসিন্দা কাকন মন্ডল (৩৬) ও বাতিপাড়ার ইউসুফ হাওলাদার (৩২)। খবর পেয়ে খালিশপুর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন ঘটনাস্থলে আসেন। এ সময় চুরিকৃত মালামাল জব্দ করে চোরদের থানায় নিয়ে যাওয়া হয়।
এর আগেও একই ভাবে মালামাল পাচারের সময় কলোনীর বাসিন্দারা ধরে কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে খালিশপুর থানার ওসি মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চুরির ঘটনায় আটক ৪ চোরসহ মাল জব্দ হয়েছে। চোরদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
মন্তব্য করুন: