প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৪, ১৬:৪৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন 'বাংলাদেশ ছাত্রলীগ' এর ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যোগ উপলক্ষে আনন্দ র্যালি, কেক কাটা, মৃত্যুঞ্জয় মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে শাখা ছাত্রলীগের কার্যালয় থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি একটি ক্যাম্পাসের বিভিন্ন প্রধান প্রধান সড়ক ও পার্শ্ববর্তী ইবি থানা প্রদক্ষিণ করে ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে শেষ হয়। এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। পরবর্তীতে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ক্যাম্পাস বন্ধ থাকলেও নির্বাচনের আগ মুহূর্তে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী খুবই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আনন্দ মিছিল, কেক কাটা এবং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করা হয়েছে। এছাড়াও ক্যাম্পাস খুললে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সম্পন্ন করব।
নির্বাচনে শাখা ছাত্রলীগের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ইতোপূর্বে আমরা কর্মী সভা করে শাখা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে দিকনির্দেশনা দিয়েছি এবং স্ব স্ব এলাকায় গিয়ে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে ভোটারদের কাছে যেয়ে প্রধানমন্ত্রীর সালাম পৌঁছে দিয়ে নৌকায় ভোট প্রার্থনা করতে বলা হয়েছে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা প্রচার করে নৌকায় ভোটদানে উৎসাহিত করার কথা বলা হয়েছে। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী নিরলসভাবে নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন: