বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
  • দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে
  • নতুন দল নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি
  • অতিরিক্ত হর্ন বাজানো শুধু আইন লঙ্ঘন নয় আচরণগত অবক্ষয়ও
  • ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন সহায়তা হ্রাসে আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট
  • পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
  • শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু
  • মাঠ পর্যায়ে অনিয়ম পেলে কোম্পানির অ্যাগ্রিমেন্ট বাতিল

'আমৃত্যু খুলনাবাসীর পাশে থেকে সেবা করতে চাই' - সেখ জুয়েল

শাকিব হোসাইন রাসেল, খুলনা

প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৪, ১২:৫২

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, আমৃত্যু খুলনাবাসীর পাশে থেকে সেবা করতে চাই। এমপি হয়ে নয়, সাধারণ জনগণের পাশে থেকে সেবা করতে চাই। সেবক হয়ে অতীতের যেকোনো দুর্যোগে, সুখ ও দুঃখে আমি ও আমার পরিবার আপনাদের পাশে ছিলো। আমরা বিগত সময়ে যেমন আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ইনশাআল­াহ ভবিষ্যতেও থাকবো। সর্বদা খুলনাবাসীর উন্নয়ন ও কল্যাণে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

আমরা আপনাদের সুখ, শান্তি ও কল্যাণে কাজ করতে চাই। তিনি বলেন, গণমানুষের দল বাংলাদেশ আ’লীগ যখনই ক্ষমতায় আসে, দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি নিশ্চিত করে। জনগণের খাদ্য, নিরাপত্তা, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, কর্মসংস্থান ও ব্যাপক হারে অবকাঠামো উন্নয়ন হয়। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা ছাড়া কোন বিকল্প নেই। কারণ নৌকা প্রতীকের বিজয় হলে এ দেশের মানুষের বিজয় হয়। এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আর এসব কিছু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে সম্ভব হয়েছে। তিনি বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে চেষ্টা করে যাচ্ছেন। তাই আসুন সকলে মিলে এই বাংলাদেশকে স্মার্ট সোনার বাংলা হিসেবে গড়ে তুলি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নপূরণ করি। আর সেলক্ষে ৭ জানুয়ারি সারা দিন নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করি।
বৃহস্পতিবার বিকেল ৩টায় নগরীর শহিদ হাদিস পার্কে সদর ও সোনাডাঙ্গা থানা আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সম্মানিত অতিথির বক্তৃতা করেন মহানগর আ’লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, ক্যার্লিফোনিয়া স্টেট আ’লীগের সাধারণ সম্পাদক ডাঃ রবি আলম ও সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি’র কনিষ্ঠ পুত্র শেখ ফারজান নাসের।
সদর থানা আ’লীগের সভাপতি এড. মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বকৃতা করেন সোনাডাঙ্গা থানা আ’লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস। সদর থানা ও সোনাডাঙ্গা থানা আ’লীগের সাধারণ সম্পাদক যথাক্রমে কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম এবং তসলিম আহমেদ আশার পরিচালনায় সভায় বক্তৃতা করেন মহানগর মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. সুলতানা রহমান শিল্পী, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ।

সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের সহধর্মিণী মিসেস রুপা চৌধুরী, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের সহধর্মিণী মিসেস শাহানা ইয়াসমিন শম্পা, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা নৌ-পরিবহন মালিক গ্র“পের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল, শেখ জালাল উদ্দিন রুবেলের সহধর্মিণী ডাঃ ফারমিনা খানম রুপা, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ বেলাল উদ্দিন বাবু, শেখ বেলাল উদ্দিন বাবুর সহধর্মিণী ওয়াহিদা সুলতানা (সোনিয়া), আ’লীগ নেতা অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এড. রজব আলী সরদার, এড. আইয়ূব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, আবুল কালাম আজাদ কামাল, অধ্যাপক আলমগীর কবির, শেখ মোঃ আনোয়ার হোসেন, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, জোবায়ের আহমেদ খান জবা,কাউন্সিলর আলী আকবর টিপু, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, শামছুজ্জামান মিয়া স্বপন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফরাজী, এড. অলোকা নন্দা দাস, হালিমা ইসলাম, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মোঃ শামীম, মোঃ মফিদুল ইসলাম টুটুল, মাহবুবুল আলম বাবলু মোল­া, অধ্যাপক রুনু ইকবাল বিথার, মোঃ তরিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, এস এম আকিল উদ্দিন, বিএম জাফর, চৌধুরী মিনহাজ উজ জামান সজল, জামিরুল হুদা জহর, মোঃ নুর ইসলাম, শেখ মোঃ আব্দুল আজিজ, শেখ আবিদ উল­াহ, বাবুল সরদার বাদল, চ ম মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, এড. ফারুক হোসেন, মঈনুল ইসলাম নাসির, ফেরদৌস হোসেন লাবু, শেখ এশারুল হক, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, মোঃ ফায়েজুল ইসলাম টিটো, মুন্সি মোঃ সেলিম হোসেন, ইউসুফ আলী খান, আব্দুল হাই পলাশ,আতাউর রহমান শিকদার রাজু, এড. শামীম মোশাররফ, সরদার আব্দুল হালিম, মোঃ আযম খান, শেখ মোঃ রুহুল আমিন, মোঃ শিহাব উদ্দিন, মীর মোঃ লিটন, নাজনিন নাহার কণা, এড. এ কে এম শাহজাহান কচি, চৌধুরী মোহাম্মদ রায়হার ফরিদ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, অধ্যাপক এ বি এম আদেল মুকুল, আফসানা হাসান ডেইজি, মির্জা রাফিয়া আক্তার মিরা, এড. রাবেয়া ওয়ালী করবী, এস এম আসাদুজ্জামান রাসেল, নূরিনা রহমান বিউটি, এড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুল ইসলাম নজিব, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, এড. ইব্রাহীম খলিল ইমন, কাউন্সিলর এস এম মোজাফ্ফর রশিদী রেজা, কাউন্সিলর আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর মাহমুদা বেগম, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না, কাউন্সিলর আরিফ হোসেন মিঠু, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, কাউন্সিলর কণিকা সাহা, এড. জেসমিন পারভিন জলি, কাউন্সিলর ইমরুল হাসান, কাউন্সিলর রোজী ইসলাম নদী, এড. তারিক মাহমুদ তারা, আইরিন চৌধুরী নীপা, নাছরিন সুলতানা তন্দ্রা, এড. এম এম সাজ্জাদ আলী, শামীমুর রহমান শামীম প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর