সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৩

কেএমপি পুলিশ কমিশনারের প্রেস বিফ্রিং

শাকিব হোসাইন রাসেল,খুলনা

প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৪, ১৮:৫২

৫ জানুয়ারি শুক্রবার সকাল ১১ টায় সময় কেএমপি’র খুলনা থানা কম্পাউন্ডে পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সার্বিক বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন।

কেএমপি’র পুলিশ কমিশনার মিডিয়া বিফ্রিংয়ে বলেন, “খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং নগরবাসীর সেবায় সর্বদা তৎপর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা করেছে। আমরা সবাই অবগত ছিলাম যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৩ সালের ডিসেম্বরের শেষে অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম দিকে অনুষ্ঠিত হবে। বিষয়টি অন্যান্য দায়িত্বপূ্র্ণ সংস্থার ন্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশেরও জানা ছিল।এরই ধারাবাহিকতায় আমরা বিগত ০৮ আগষ্ট থেকেই সন্ত্রাসী, নাশকতাকারী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী বা সমাজে প্রভাব প্রতিপত্তিশালী যারা নাশকতা সৃষ্টি করতে পারে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করি। তারই ধারাবাহিকতায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি ও নাশকতাকারি, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামীসহ বিভিন্ন মামলার আসামি গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। গত পহেলা আগস্ট থেকে ইতোমধ্যেই ১৮ টি আগ্নেয়াস্ত্র, ১৩২ রাউন্ড গুলি, ২৫ টি চোরাই মোটরসাইকেল, ককটেল, গান পাউডার, চোরাই স্বর্ণালঙ্কার সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছি।

গত ২৮ অক্টোবর নির্বাচন পূর্ববর্তী সময়ে ঢাকায় বিরোধী দল কর্তৃক পুলিশ হত্যাসহ পরবর্তীকালে বেশ কিছু হরতাল ও অবরোধ অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় বিরোধীদলের আহবানে খুলনা মহানগরীতে হরতাল, অবরোধ বা রাজনৈতিক কর্মসূচী অনুষ্ঠিত হলেও খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করায় কোথাও কোন সন্ত্রাস ও নাশকতামূলক ঘটনা ঘটে নাই। ফলশ্রুতিতে অন্যান্য আট-দশটা দিনের মত যে সকল দিনে হরাতাল-অবরোধ ছিলো সে সময়ে স্বাভাবিক ভাবে যানবাহন, স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত সব খোলা ছিল। কতিপয় বিরোধীদল কর্তৃক নির্বাচন উপলক্ষে ০৬ জানুয়ারি ভোর ৬টা থেকে ০৮ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে। আমরা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, অন্যান্য দিনের মতই নির্বাচনের দিন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। আমরা জানি নির্বাচন সাধারণ জনগণের মধ্যে উৎসবের আমেজ ডেকে আনে।খুলনা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় লোকজন উৎসব মুখর পরিবেশে ভোট দান করবে। এক্ষেত্রে কোথাও কোন প্রতিবন্ধকতা থাকবে না। এ ব্যাপারে আমরা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই, যদি কেউ বাঁধা সৃষ্টি করতে চায় বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় অথবা নাশকতা সৃষ্টি করতে চায়, সেক্ষেত্রে পুলিশের পিকেট, মোবাইল টহল ও স্ট্রাইকিং টিম প্রস্তুত আছে। আমরা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

খুলনা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় সংসদীয় আসন নং-১০০ অর্থাৎ খুলনা-০২ আসন ও সংসদীয় আসন নং-১০১ অর্থাৎ খুলনা-০৩ আসন সম্পূর্ণ এবং সংসদীয় আসন নং-৯৯ অর্থাৎ খুলনা-০১ আসন ও সংসদীয় আসন নং-১০৩ অর্থাৎ খুলনা-০৫ আসন আংশিক এলাকা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কোথাও কোন অঘটন ঘটে নাই। সকল প্রার্থীর জন্য এখানে সমতল ভূমি বিরাজমান ছিলো এবং সবাই স্বাচ্ছন্দ্যে নির্বাচনী প্রচারণা চালিয়েছে। খুলনা মহানগরীতে সর্বমোট ৩১০ টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে এবং নির্বাচন আরো সুষ্ঠু, সুন্দর এবং উৎসব মুখর পরিবেশে করার জন্য নির্বাচন কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক সশস্ত্র পুলিশ, আনসারের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ সেনাবাহিনী, বিজিবি ও র্যা ব মোতায়েন থাকবে। অন্যান্য সকল সংস্থার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে মেট্রোপলিটন এলাকায় উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।এছাড়াও, খুলনা মেট্রোপলিটন পুলিশে প্রায় ৩,০০০ হাজারের মত পুলিশ সদস্য নির্বাচনের পূর্বে ও পরবর্তীতে দায়িত্ব পালন করবে এবং করছে। আমরা আশা করছি যে, নির্বাচনের পূর্বে তথাকথিত হরতাল-অবরোধেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং এখনো স্বাভাবিক থাকবে। নির্বাচনের দিন সকলে উৎসব মূখর পরিবেশে দলে দলে ভোট দান করবে এবং নির্বাচনের পরবর্তীকালেও পরিবেশ অক্ষুন্ন থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে যারা হরতাল-অবরোধের মাধ্যমে বাঁধাগ্রস্থ করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনের দিন উৎসব মুখর পরিবেশ বজায় থাকবে। নির্বাচনের দিন কেউ যেন বিঘ্ন সৃষ্টি করতে না পারে এবং ভোট কেন্দ্রে কেউ যেন সন্ত্রাস, নাশকতা বা আধিপত্য বিস্তার করতে না পারে। নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের সমান সুযোগ থাকবে, এটি পুলিশ নিশ্চিত করবে। আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করবো।”

উক্ত মিডিয়া বিফ্রিংয়ে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) পলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এ.জেড.এম তৈমুর রহমান, সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার অফিসারবৃন্দ, খুলনা থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খাঁন-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পুলিশ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর