বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
  • দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে
  • নতুন দল নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি
  • অতিরিক্ত হর্ন বাজানো শুধু আইন লঙ্ঘন নয় আচরণগত অবক্ষয়ও
  • ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন সহায়তা হ্রাসে আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট
  • পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
  • শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু
  • মাঠ পর্যায়ে অনিয়ম পেলে কোম্পানির অ্যাগ্রিমেন্ট বাতিল

লক্ষ্মীপুরে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু  

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১০:২৪

 
 
শান্তিপূর্ণ পরিবেশে লক্ষ্মীপুরে ৪টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় জেলার মোট ৪৭৭টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪ টা পর্যন্ত। 
ভোট গ্রহণ শুরুর পর থেকে জেলার বিভিন্ন ভোট কেন্দ্র গুরে তেমন কোন ভোটারের উপস্থিতি দেখা যায়নি। তবে সময় বাড়ার সাথে সাথে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করা হচ্ছে। 
অন‍্যদিকে আতঙ্ক ছড়াতে জেলার বিভিন্ন পয়েন্টে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। তবে ভোট গ্রহণের আগ থেকেই শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
এর আগে শনিবার (৬ জানুয়ারি ) সকালে লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় এলাকায় নির্বাচনি সরঞ্জাম ও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কেন্দ্রে পাঠানো হয়। এদিন দুর্গম চরাঞ্চলের ৪টি কেন্দ্রে ব্যালট পেপারও পাঠানো হয়। পরে ভোটের দিন ভোরে বাকি কেন্দ্র গুলোতে ব্যালট পেপার পাঠানো হয়েছে। 
ভোটের আগের দিন শনিবার রাতে লক্ষ্মীপুর জেলা শহরে ডিসির বাসভবন এলাকায় পরপর ৩টি ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়েছে দুর্বৃত্তরা। এছাড়া জেলা শহরের বিভিন্ন পয়েন্টেও বেশ কয়েকটি ককটেলর  বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। 
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, নিরাপত্তার জন্য সকল ভোটকেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়ন রয়েছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ করতে ভোট কেন্দ্র ঘিরে প্রায় ১৫শ পুলিশ সদস্য, র‍্যাবের ৮ টি টহল টিম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৩ প্লাটুন, কোষ্টগার্ড ১ প্লাটুন, সেনাবাহিনীর একটি রেজিমেন্ট এবং প্রায় ৬ হাজার আনসার সদস্য মোতায়েন রয়েছে। 
আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে।
জেলার ৪টি আসনে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বিতা করছেন। এ নির্বাচনে এবার ১৪ লাখ ৯৬ হাজার ৫৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৭৪ হাজার ১৯৩ জন, নারী ভোটার ৭ লাখ ২২ হাজার ৩৯৯ জন, তৃতীয় লিঙ্গের ৪ জন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর