অনুরাগ-
পারব কি এত সহজে ভুলে?
অভিমান-
কেন বল ‘যাও অন্যত্র চলে’?
আসক্ত-
ভুলিতে পারিব না কোনো কালে।
অভিযোগ-
এক চাবিতে সব তালা কি খুলে?
বিরক্ত-
ফেরা না হোক দূষিত কুলে!
বিভক্ত-
দেখা না হোক মানবের ঢলে।
মিথ্যুক-
কেন সুরভি শূন্য তোমার ফুলে?
দুঃখ-
দু'চোখের জলে দুঃখ জ্বলে।
অনুবিধি-
আমি-তুমি স্বীকৃত পাড়া মহলে।
সংস্কৃতি-
সভ্য সমাজ আজ পাগল বলে।
মন্তব্য করুন: