সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার

লক্ষ্মীপুরে ৪টি সংসদীয় আসন

৩টিতে নৌকা ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৪, ১২:৪৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বেসরকারিভাবে ৩টি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও অপরটিতে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। রবিবার ভোটগ্রহণের পর গণনা শেষে সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহান।


লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মোট ভোট কেন্দ্র ৮৫টি। ৮৫টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আনোয়ার হোসেন খান ৪০ হাজার ৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান পবন পেয়েছেন ১৮ হাজার ১৫৬ ভোট।


লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে মোট ভোটকেন্দ্র ১৪৬টি। ১৪৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন ১ লাখ ৩০ হাজার ২১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী সেলিনা ইসলাম পেয়েছেন ৯ হাজার ২৮ ভোট।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মোট ভোটকেন্দ্র ১২৫টি। সব কয়টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিংকু নৌকা প্রতীক নিয়ে ৫২ হাজার ২৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে এম এ সাত্তার পেয়েছেন ৩৫ হাজার ৬২৮ ভোট।
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে মোট ভোট কেন্দ্র ১২১টি। সব কয়টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ৪৬ হাজার ৪৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ (আল-মামুন) ঈগল প্রতীক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ১৪ দলীয় জোটের প্রার্থী নৌকা প্রতীকের মোশাররফ হোসেন পেয়েছেন ৩৩ হাজার ৩০১ ভোট।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর