প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৪, ১৮:২৯
বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ ও মতামত জানানো কানাডীয় পর্যবেক্ষকরা কানাডা সরকারের প্রতিনিধি নয় বলে জানিয়েছেন ঢাকায় কানাডীয় হাইকমিশন।
আজ সোমবার(৮ জানুয়ারি) ঢাকায় কানাডীয় হাইকমিশন তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে বাংলায় এক বার্তায় জানায়, বাংলাদেশে ৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কানাডা সরকার কোনো নির্বাচন পর্যবেক্ষক প্রেরণ করেনি। পর্যবেক্ষক হিসেবে চিহ্নিত কানাডিয়ান নাগরিকদ্বয় স্বতন্ত্রভাবে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। নির্বাচন বিষয়ে তাঁদের প্রদত্ত মতামতের সঙ্গে কানাডা সরকারের সংশ্লিষ্টতা নেই।
নির্বাচন পর্যবেক্ষণে আসা কানাডীয় পর্যবেক্ষকরা নিজেদের কানাডা সরকারের প্রতিনিধি বলে দাবি করেননি। তবে কিছু গণমাধ্যম ওই পর্যবেক্ষকদের প্রতিক্রিয়াকে কানাডা সরকারের প্রতিক্রিয়া হিসেবে উপস্থাপন করায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল।
মন্তব্য করুন: