প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৪, ১৪:২৬
আন্তর্জাতিক বাজারে প্রায় ৩ শতাংশ কমেছে জ্বালানি তেল ও গ্যাসের দাম। বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব তার এশীয় ক্রেতাদের জন্য অপরিশোধিত তেলের দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণের পর জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়ে।
বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, সোমবার (৮ জানুয়ারি) বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২.৮৬ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৭১.৬৯ ডলার। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২.৭১ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৭৬.৬১ ডলার।
এদিন যুক্তরাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের দামও ৩.৩৩ শতাংশ কমে প্রতি এমএমবিটিইউ হয় ২.৭৯ ডলার। একই দিন ইউরোপ ও যুক্তরাজ্যের বাজারেও গ্যাসের দাম কমেছে।
এশীয় ক্রেতাদের জন্য নিজেদের অপরিশোধিত তেলের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড আরব লাইট ক্রুডের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন কম্পানি আরামকো। আরামকোর সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এশীয় ক্রেতারা প্রতি ব্যারেল আরব লাইট ক্রুডে ১.৫ ডলার থেকে দুই ডলার পর্যন্ত ছাড় পাবেন।
গত রবিবার আরামকো এই সিদ্ধান্ত জানানোর পর সোমবারই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।
মন্তব্য করুন: