প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৪, ১৫:২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর টানা চারবারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন শেখ হাসিনা। বুধবার (১০ জানুয়ারি) নতুন সংসদ সদস্যরা (এমপি) শপথ নেবেন।
আর নতুন মন্ত্রিসভার সদস্যরা বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নেবেন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) মন্ত্রিসভা সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো পড়ানো হবে। নিয়মানুযায়ী, রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।
নবনির্বাচিত সংসদ সদস্যদের নামে মঙ্গলবার গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর তিনদিনের মধ্যে এমপিদের শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তারপরই মন্ত্রিসভা গঠন করা হবে।
মন্তব্য করুন: