প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৪, ২০:০৩
জুমআর দিনের বিশেষ অনেকগুলো আমল রয়েছে যার মাধ্যমে অগণিত সওয়াব অর্জন করা যায়।
নিম্নে কিছু আমল তুলে ধরা হলো:
১। আগে আগে ঘুম থেকে উঠা।
২। ভালোভাবে পাক-পবিত্র হওয়া।
৩। পরিষ্কার ও উত্তম জামা-কাপড় পরিধান করা।
৪। সুগন্ধি ব্যবহার করা।
৫। পায়ে হেটে মসজিদে যাওয়া।
৬। আগে আগে মসজিদে আসা।
৭। দোয়া করা কারণ এদিনে দোয়া অধিক পরিমানে কবুল হয়।
৮। বেশি বেশি দুরুদ (صلى الله عليه وسلم - সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ও ইস্তেগফার পাঠ করা।
৯। খুতবার সময় চুপ থাকা।
১০। অত্যন্ত গুরুত্বের সাথে জুমআর নামায আদায় করা।
১১। সূরা কাহাফ তিলাওয়াত করা।
১২। সূর্য ডোবার কিছুক্ষণ পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত গুরুত্বের সাথে যিকির, তাসবীহ ও দুআয় লিপ্ত থাকা।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জুমআর দিনের বিশেষ আমল করার তৌফিক দান করুন। আমিন।
মন্তব্য করুন: