প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪, ১৩:০৪
বরগুনার তালতলীতে ৭ লাখ ২৫ হাজার টাকার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
শনিবার (১৩ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন।
তিনি বলেন, অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন ২০২৪ এর অংশ হিসেবে শুক্রবার (১২ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত পয়রা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২টি কারেন্ট জাল, ২টি বুরল জাল, ১ পাই জাল ও ১টি চরগড়া জাল জব্দ করে। পরে এসব জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। জব্দ জালের অবৈধ বাজার মূল্য আনুমানিক ৭ লাখ ২৫ হাজার টাকা। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
দ্য প্রটেকশন অ্যান্ড কনজারভেশন অব ফিশ রুলস, ১৯৮৫ অনুযায়ী সরকার ২০১৩-এর মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জালসহ বেশ কয়েকটি ক্ষতিকারক জালের ব্যবহার নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মন্তব্য করুন: