প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪, ১৫:২০
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ সম্পর্কিত অনলাইন সেশন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম বারের মতো শুরু হতে যাওয়া হাল্ট প্রাইজের রেজিষ্ট্রেশন চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
১২ জানুয়ারি (শুক্রবার) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেইজে মাধ্যমে এই সেশন অনুষ্ঠিত হয়। উক্ত সেশনে অতিথি হিসেবে ছিলেন হাল্ট প্রাইজের কান্ট্রি কো-অর্ডিনেটর মোঃ আমদাদুল হক রাফি।অন-ক্যাম্পাস ডিরেক্টর তাবিব ইবনে হুদা ও কমিটির সদস্যদের সাহায্যে এই সেশনের আয়োজন করা হয়। সেশনটি পরিচালনা করেন নোবিপ্রবি হাল্ট প্রাইজের ডেপুটি ডাইরেক্টর সারা বিনতে আলম। এছাড়াও নোবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা এই অনলাইন সেশনে অংশগ্রহণ করেন।
কান্ট্রি কো-অর্ডিনেটর মোঃ আমদাদুল হক রাফি তার বক্তব্যে হাল্ট প্রাইজ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। শিক্ষার্থীদের করা প্রশ্ন উত্তর পর্ব শেষে এই সেশনটি শেষ হয়। এবারের নোবিপ্রবি হাল্ট প্রাইজের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে নোবিপ্রবি সাংবাদিক সমিতি ও আরটিভি ।
উল্লেখ্য,স্টার্ট আপ বিজনেস শুরু করার জন্য ‘হাল্ট প্রাইজ’ একটি অন্যতম মাধ্যম। যুব সমাজকে অর্থনৈতিক এবং সামাজিকভাবে উদ্যোগী হিসেবে গড়ে তুলতে হাল্ট প্রাইজ পৃথিবী জুড়ে বিখ্যাত। এটি ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’ হিসেবে খ্যাত।বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘হাল্ট প্রাইজ’ বিশ্বের বৃহত্তম বিজনেস আইডিয়া কম্পিটিশন। বাংলাদেশসহ পৃথিবীর ১২১ টি দেশের প্রায় ১৫০০ ক্যাম্পাসে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২০১০ সাল থেকে প্রতি বছর জাতিসংঘ ও বিল ক্লিনটন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতিযোগিতাটি হয়ে আসছে যা মূলত বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত সমস্যাকে একটি টেকসই ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সমাধান করার চেষ্টা করে।
মন্তব্য করুন: