হাল্কা কুয়াশাঘেরা চেনা এই প্রকৃতির মাঝে, আজ ২দিন হলো সূর্যের মুখ দেখেনি শেরপুর উপজেলা বাসীরা।হাড় কাঁপানো এই শীতে জনজীবন আচ্ছন্ন হয়ে পড়েছে শেরপুর উপজেলার কর্মজীবী মানুষদের। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের অবস্হা আরও বেগতিক। জীবিকার প্রয়োজনে যাদের বাহিরে বের হতে হচ্ছে তাদের সাথে তীব্র এই শীতকে মোকাবিলা করার জন্য যথেষ্ট পরিমান শীতবস্ত্র না থাকায়,তারা নাজেহাল হয়ে পড়ছে।এতে করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা ফুটপাত ও হকারী দোকানগুলোর দিকে ছুটছে।
এই হাড়কাঁপানো শীতের হাত থেকে বাঁচতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি অনেকেই ছুটছে এখন এসব ফুটপাতে থাকা ভ্যান বা হকারের দিকে।শীতের তীব্রতা বাড়ায় এসব দোকানে ক্রেতা সাধারনের ভীরের মাত্রাও বেড়ে গেছে কয়েকগুণ। কিছু বিক্রেতা ৫০-১০০একদামে বার বার ক্রেতার দৃষ্টিআকর্ষন করে ডেকে যাচ্ছে।।বেশিরভাগ জায়গায় ক্রেতারা দরদাম করে কিনছে এসব স্বল্পমূল্যের শীতবস্ত্র। শীতের তীব্রতা না কমা পর্যন্ত ফুটপাতের বেশিরভাগ দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।
আজ দুপুরে শেরশাহ নিউ মার্কেট এর সামনে শীতের কাপড় কিনতে এসেছিলেন আব্দুস সাত্তার (২৯)। তিনি বলেন, ‘পুরাতন যে টুকু শীতের কাপড় ছিল তা এই শীতের তীব্রতা থেকে নিজেকে বাঁচাতে না পেরে নতুন শীতের কাপড়ের সন্ধানে মার্কেটে আসা ।তবে শীতের তীব্রতা বেশি হওয়ায় শীতের দোকান গুলোতে ভীর বেশি এবং দাম বেশি হওয়ায় ফুটপাতে জামা নিতে এসেছি।শীত বেশি হওয়ায় ফুটপাতের দোকানগুলোতেও আগের তুলনায় এখন দাম বেশি বলে মনে হচ্ছে। তবে যখন এসেছি একটা কিছু নিয়েই যাবো।
মাথায় মাফলার, গায়ে চাদর মুড়ি দিয়ে ডান হাত পকেটে দিয়ে বাঁ হাতে ইজিবাইকের হ্যান্ডেল ধরে গাড়ি নিয়ে যাচ্ছেন রবিউল করিম (৩৫)। আলাপকালে তিনি বলেন, ‘শেরপুর উপজেলায় বর্তমানে অটোর সংখ্যা বেশি। তার ওপর রাস্তায় লোকজন কম বের হচ্ছেন। আয় কমে গেছে। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ভাড়া পাইছি ৬০ টাকা। অন্যান্য সময়ে কম করে হলেও ৩০০শ থেকে ৫০০ শ টাকা ভাড়া পাওয়া যেত।’
আবহাওয়া পর্যবেক্ষণাগারের বিবৃতি থেকে জানা যায়, দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আকাশের উপরি ভাগে ঘন কুয়াশা থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে পুরোপুরি আসছে না। এ জন্য বেশি শীত অনুভূত হচ্ছে। চলতি সপ্তাহের শেষে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বলে ধারনা করা হচ্ছে।
মন্তব্য করুন: