বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
  • দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে
  • নতুন দল নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি
  • অতিরিক্ত হর্ন বাজানো শুধু আইন লঙ্ঘন নয় আচরণগত অবক্ষয়ও
  • ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন সহায়তা হ্রাসে আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট
  • পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
  • শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু
  • মাঠ পর্যায়ে অনিয়ম পেলে কোম্পানির অ্যাগ্রিমেন্ট বাতিল

মাদকাসক্তই সামাজিক অবক্ষয়ের কারণ

লক্ষ্মীপুরে ছেলের হাতে মা খুন

তছলিমুর রহমান ও খোরশেদ আলম রনি , লক্ষ্মীপুর

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৪, ১১:৫৯

লক্ষ্মীপুরে নেশার টাকা না পেয়ে মা কিরণ বেগমকে (৪৭) কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় ছেলে কাউছারকে আটক করেছে পুলিশ। রোববার (১৪ জানুয়ারি) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গঙ্গাপুর এলাকায় আব্দুল গণি মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার ও খুনিকে আটক করে।


নিহত কিরণ বেগম ওই বাড়ির সৌদি আরব ফেরত প্রবাসী আবুল খায়েরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাতক কাউছার মাদকসেবী ছিলেন। মাদক থেকে ফিরে আসতে তাকে রিহ‍্যাবেও রাখা হয়েছিল। কিন্তু সে ভালো হয়নি। মাদক সেবনের টাকার জন্য প্রায়ই কাউছার তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো। ঘটনার সময়ও মাদকের টাকার জন্য কাউছার তার মা কিরণ বেগমের সঙ্গে ঝগড়া করে। একপর্যায়ে কাউছার তার মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে কাউছার বাড়ির সামনের রাস্তায় গিয়ে তার মাকে কে বা কারা কুপিয়ে ফেলে রেখে গেছে বলে সবাইকে জানায়। সন্দেহ হওয়ায় তাৎক্ষিণক লোকজন তাকে আটক করে তাদের বসতঘরে গিয়ে কিরণ বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন । পরে তাকে উদ্ধার করে দালাল বাজার এলাকায় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কিরণ বেগম মারা গেছে জানালে লোকজন তার লাশ বাড়িতে নিয়ে আসে।


লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, কাউছার নেশা করতো এবং মানসিক বিকারগস্ত ছিল বলে বাড়ির লোকজন জানিয়েছে। তাকে আটক করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর