প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৪, ১৫:৫০
দ্বাদশ নির্বাচনের পর টানা চতুর্থবারের মতো সরকার গঠন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং নবনিযুক্ত মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষামন্ত্রী এবং নবনির্বাচিত সকল সাংসদ দায়িত্বগ্রহণ করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইবির শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরশ চন্দ্র বর্মন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: রবিউল হোসেনের সাক্ষরিত বিবৃতির মাধ্যমে এটি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করায় এবং জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধান ও জনাব মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী এবং নির্বাচিত সকল সাংসদ দায়িত্বগ্রহণ করায় শাপলা ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।
উল্লেখ্য, দ্বাদশ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচনে জয়ী হন। অন্যদিকে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম-৯ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হন। গত বৃহস্পতিবার মহিবুল হাসান চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান। শিক্ষামন্ত্রীসহ ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী এবারের মন্ত্রীসভায় শপথ নিয়েছেন।
মন্তব্য করুন: