মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার

অবৈধবালি উত্তোলনে স্থানীয়দের বাঁধা হামলার ঘটনায় মামলা দুইজন গ্রেপ্তার

হারুনূর রশিদ নরসিংদী

প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৪, ১৮:৪৭

 
নরসিংদীর রায়পুরার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। 
আজ মঙ্গলবার দুপুরে অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করে পুলিশ। 
সোমবার দুপুরে মেঘনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের সময় ড্রেজার জব্দ করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় লোকজনকে আহত করে জব্দ ড্রেজার চিনিয়ে নেন। ওইদিন রাতে এলাকাবাসীর পক্ষে আদিল মাহমুদ নামের এক ব্যক্তি রায়পুরা থানায় মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লার চরের আবুল হোসেনের ছেলে রুবেল মিয়া (২৮) ও একই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শিপন মিয়া (৩০)।
রায়পুরা থানার উপ-পরিদর্শক আরিফ রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। 
মামলার অভিযোগে জানা যায়, বালু উত্তোলনে জড়িত স্থানীয় আবুল মেম্বার ও তার ছেলে শাহরিয়ারের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামী করে রায়পুরা থানায় অভিযোগ করা হয়। মামলার পর মঙ্গলবার দুপুরে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় মেঘনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় স্থানীয় লোকজন নৌকাযোগে গিয়ে বালু উত্তোলনে বাঁধা দেন। এসময় বালু উত্তোলনকারীদের সাথে এলাকাবাসীর কথাকাটাকাটির এক পর্যায়ে বালু উত্তোলনকারীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এলাকাবাসীকে ঘিরে ফেলে। এসময় বালু উত্তোলনে জড়িত আবুল মেম্বারের নির্দেশে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতরা হামলা করে। এতে কমপক্ষে ১১ জন নিরীহ এলাকাবাসী আহত হয়। আহতদের রায়পুরা, ভৈরব হাসপাতালসহ স্থানীয় বেসরকারি বিভিন্ন হাসপাতালে ও চিকিৎসকদের কাছে চিকিৎসা দেয়া হয়। 
মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুরা থানার উপ পরিদর্শক (এস.আই) আরিফ রব্বানী জানান, মামলার পর জড়িত দুই আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর