বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
  • দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে
  • নতুন দল নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি
  • অতিরিক্ত হর্ন বাজানো শুধু আইন লঙ্ঘন নয় আচরণগত অবক্ষয়ও
  • ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন সহায়তা হ্রাসে আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট
  • পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা
  • ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল
  • শেখ হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু
  • মাঠ পর্যায়ে অনিয়ম পেলে কোম্পানির অ্যাগ্রিমেন্ট বাতিল

অবৈধবালি উত্তোলনে স্থানীয়দের বাঁধা হামলার ঘটনায় মামলা দুইজন গ্রেপ্তার

হারুনূর রশিদ নরসিংদী

প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৪, ১৮:৪৭

 
নরসিংদীর রায়পুরার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। 
আজ মঙ্গলবার দুপুরে অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করে পুলিশ। 
সোমবার দুপুরে মেঘনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের সময় ড্রেজার জব্দ করে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় লোকজনকে আহত করে জব্দ ড্রেজার চিনিয়ে নেন। ওইদিন রাতে এলাকাবাসীর পক্ষে আদিল মাহমুদ নামের এক ব্যক্তি রায়পুরা থানায় মামলা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার শ্রীনগর ইউনিয়নের আব্দুল্লার চরের আবুল হোসেনের ছেলে রুবেল মিয়া (২৮) ও একই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে শিপন মিয়া (৩০)।
রায়পুরা থানার উপ-পরিদর্শক আরিফ রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন। 
মামলার অভিযোগে জানা যায়, বালু উত্তোলনে জড়িত স্থানীয় আবুল মেম্বার ও তার ছেলে শাহরিয়ারের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামী করে রায়পুরা থানায় অভিযোগ করা হয়। মামলার পর মঙ্গলবার দুপুরে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় মেঘনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় স্থানীয় লোকজন নৌকাযোগে গিয়ে বালু উত্তোলনে বাঁধা দেন। এসময় বালু উত্তোলনকারীদের সাথে এলাকাবাসীর কথাকাটাকাটির এক পর্যায়ে বালু উত্তোলনকারীরা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এলাকাবাসীকে ঘিরে ফেলে। এসময় বালু উত্তোলনে জড়িত আবুল মেম্বারের নির্দেশে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতরা হামলা করে। এতে কমপক্ষে ১১ জন নিরীহ এলাকাবাসী আহত হয়। আহতদের রায়পুরা, ভৈরব হাসপাতালসহ স্থানীয় বেসরকারি বিভিন্ন হাসপাতালে ও চিকিৎসকদের কাছে চিকিৎসা দেয়া হয়। 
মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুরা থানার উপ পরিদর্শক (এস.আই) আরিফ রব্বানী জানান, মামলার পর জড়িত দুই আসামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর