মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার

কেসিসি মেয়র

লাইসেন্স ছাড়া কোন যানবাহন খুলনা শহরে চলতে দেওয়া হবে না

মোঃ শাকিব হোসাইন রাসেল, খুলনা

প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৪, ১৮:৫৪

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, লাইসেন্সবিহীন কোন যানবাহন খুলনা শহরে চলতে দেওয়া হবেনা। খুলনা একটি পুরাতন ঐতিহ্যবাহী জেলা। এই জেলা শহরকে সুন্দর ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে হবে। মানুষের প্রত্যাশা যানজটমুক্ত শহর। এই যানজটমুক্ত শহর গড়তে সকলের সচেতনতা ও সহযোগিতা দরকার।  

তিনি আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে নগর ভবনের জিআইজেড সম্মেলনকক্ষে খুলনার পুলিশ কমিশনার ও প্রতিনিধি দলের সাথে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন।

 

সিটি মেয়র আরও বলেন, যারা অবৈধভাবে ফুটপাত দখলে রেখেছেন তাদের নিজের ইচ্ছায় ছেড়ে দিতে হবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি ঘোষণা করেছে। যারা মাদক ক্রয়, বিক্রয় ও সেবন করেন সে যে দলের হউক তাদের ছাড় দেওয়া হবে না। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে শহর ভালো থাকবে এবং শহরের মানুষগুলো ভালো থাকবে।

 

সভায় অবৈধ বেবি ট্র্যাক্সি, ইজিবাইক, ব্যাটারি চালিত রিক্সা বন্ধ, যানজট নিরসন, অবৈধ প্যানা, পোস্টার, ব্যানার, ফুটপাত দখলমুক্তকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোছা: তাসলিমা খাতুন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, কেসিসির চীফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বারসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর