নরসিংদীর রায়পুরায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় তৃণমূল পর্যায়ে খুদে অনূর্ধ্ব-১৬ অ্যাথলেটিক্স ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং প্রতিভাবান খেলোয়াড় বাঁচাই ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ) গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমু অনুষ্ঠানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী খুদে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী। করেন। এ ছাড়াও ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন ও সহকারী শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দ।
জানা যায়, বালক বালিকাদের আলাদা আলাদা অংশগ্রহণে ১০০মিটার দৌড়, দীর্ঘ লাফ, গোলক নিক্ষেপ, মোরগ লড়াই খেলায় ৬০জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিটি খেলায় ১ম, ২য় ও ৩য় মোট ৩৬জন খেলোয়াড় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য করুন: