প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২৪, ১৮:৫৭
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায় জাতীয় শিশু -কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন সুহাইবা জান্নাত (ক) গ্রুপ (কবিতা,উপস্থিত বক্তৃতা) থেকে ১ম,৩য় স্থান অর্জন করেছে, আব্দুর রহমান ত্বোহা (খ) গ্রুপ (হামদ-নাত,ক্বিরাত,আযান) থেকে তিনটিতেই ১ম স্থান অধিকার করে, মাহফুজ আহমেদ (খ) গ্রুপ (হামদ-নাত,ক্বিরাত,আযান) থেকে তিনটিতেই ২য় স্থান অধিকার করেছে, আব্দুর রহিম রিফাত (খ) গ্রুপ (রচনা,উপস্থিত বক্তৃতা,কবিতা আবৃত্তি) থেকে তিনটিতেই ১ম,২য়,৩য় স্থান অর্জন করেছে, আহমাদুল্লাহ শিহাব (খ) গ্রুপ (উপস্থিত বক্তৃতা,হামদ-নাত) থেকে ১ম, ৩য় স্থান অর্জন করেছে, মাহফিক লাযিম, রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে, তানভীর আহমেদ সিদ্দিকী, রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে, তালহা বিন হায়দার, উপস্থিত বক্তৃতায় ২য় স্থান অর্জন করেছে, ফরিদুল ইসলাম (খ) গ্রুপ (কবিতা) ২য় স্থান অর্জন করেছে, আতিকুল ইসলাম (ক) গ্রুপ (হামদ-নাত) থেকে ১ম স্থান অর্জন করেছে, জান্নাতুল ফিরদাউস (গ) গ্রুপ (ক্বিরাত,উপস্থিত বক্তৃতা,রচনা) থেকে ১ম,২য়,৩য় স্থান অর্জন করেছে, তাহরিমা (গ) গ্রুপ ( হামদ-নাত,রচনা) থেকে ১ম,২য়,৩য় স্থান অর্জন করেছে, তারিফা (গ) গ্রুপ (রচনা,উপস্থিত বক্তৃতা) ২য় ও ৩য় স্থান অর্জন করেছে, মহসিনা সিদ্দিকা সাবা (ক) গ্রুপ (হামদ-নাত) থেকে ৩য় স্থান অর্জন করেছে।
প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন হাফেজ মাওলানা মুফতি মোঃ মিজানুর রহমান, ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন - শেরপুর, বগুড়া এবং মাও মোঃ জামিল আহমাদ, কেয়ারটেকার - ইসলামীক ফাউন্ডেশন, শেরপুর, বগুড়া। মাওলানা মোঃ হেদায়েতুল্লাহ-ইমাম, শেরপুর উপজেলা মডেল মসজিদ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন- মাও মোঃ হায়দার আলী, মাও মোঃ দেলোওয়ার হোসেন এবং রুহুল আমিন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাও লিটন মাহমুদ।
অবিস্মরণীয় সফলতায় অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাও: মোঃ নজরুল ইসলাম বলেন,শেরপুর উপজেলা প্রাইভেট মাদ্রাসার জন্য এটি একটি বড় অর্জন। এই অর্জনের ধারাবাহিকতা জেলা এবং জাতীয় পর্যায়ে অব্যহত থাকবে। পরিশেষে শেরপুর উপজেলা প্রাইভেট মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মন্তব্য করুন: