মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার

ইরানে পাকিস্তানের হামলায় চার শিশুসহ নিহত ৭

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১২:৪৮

জইশ আল-আদল গ্রুপের সদর দপ্তরে হামলার জন্য তেহরানকে সতর্ক করার এক দিন পরই বৃহস্পতিবার পাকিস্তান ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। পাকিস্তান দুটি বেলুচ বিচ্ছিন্নতাবাদীগোষ্ঠীর পোস্টে হামলা করেছে বলে জানা গেছে। এরা হলো বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বেলুচিস্তান লিবারেশন আর্মি।


তেহরান পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে সশস্ত্র ঘাঁটিতে হামলা চালানোর দুই দিন পরই এই হামলা চালানো হয়। এদিকে ইরানি মিডিয়া জানিয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে বেশ কয়েকটি পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে তিন নারী ও চার শিশু নিহত হয়েছে, তারা কেউই ইরানের নাগরিক নয়।
পাকিস্তানের একটি গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে, ‘সামরিক বিমানের মাধ্যমে এই হামলা চালানো হয়।


’ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, ‘গোয়েন্দা ভিত্তিক অভিযানের সময় বেশ কিছু সন্ত্রাসী নিহত হয়েছে। আমাদের বাহিনী ইরানের অভ্যন্তরে বেলুচ জঙ্গিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’পাকিস্তানি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সন্ত্রাসী আস্তানাগুলো লক্ষ্য করে অত্যন্ত সমন্বিত এবং বিশেষভাবে এই ধারাবাহিক সামরিক হামলা চালানো হয়েছে।’এতে আরো বলা হয়েছে, ‘পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করে।

আজকের এই হামলার উদ্দেশ্য ছিল পাকিস্তানের নিজস্ব নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ দেখা। যার সঙ্গে আপস করা যায় না।’
এদিকে ইরাক ও সিরিয়ার পর এবার পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত মঙ্গলবারের এই হামলায় দুই শিশু নিহত ও অন্য তিনজন আহত হয়েছে বলে পাকিস্তান জানিয়েছে। চলতি সপ্তাহে এ নিয়ে তৃতীয় দেশ হিসেবে ইরানের হামলার শিকার হলো পাকিস্তান।


ইরানের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত একটি সংবাদ সংস্থা জানায়, জঙ্গিগোষ্ঠী জইশ আল আদলের সঙ্গে সংশ্লিষ্ট দুটি স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান। ওই হামলার জেরে বুধবার (১৭ জানুয়ারি) ইসলামাবাদ পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তেহরান থেকে পাকিস্তানের রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করেছে ইসলামাবাদ। পাকিস্তান এই হামলাকে ‘অবৈধ কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে। পাশাপাশি এই ধরনের কর্মকাণ্ড ‘মারাত্মক পরিণতি’ ডেকে আনতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
পাকিস্তান এই হামলার আগে আকাশসীমা লঙ্ঘনের জন্য ইরানের নিন্দা করে। বেআইনি কাজটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং এর কোনো যৌক্তিকতা নেই বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে। বুধবার পাকিস্তান এই অবৈধ কাজের জবাব দেওয়ার অধিকার আছে বলে জানিয়েছিল। এর পরিণতির দায়ভার ইরানের ওপর পড়বে বলে জানায় মন্ত্রণালয়। জইশ আল-আদলকে ইরান একটি সন্ত্রাসীগোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করে ২০১২ সালে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর