প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৪:০৩
অ্যাডিলেইড টেস্টে অস্ট্রেলিয়ার জয় এখন শুধুই সময়ের ব্যাপার। দ্বিতীয় দিনের শেষ বিকেলে অজি বোলারদের দাপটে এলোমেলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে ৭৩ রান তুলতেই হারিয়ে ফেলেছে ৬ উইকেট। দ্বিতীয় দিন শেষে এখনো পিছিয়ে আছে ২২ রানে।
তৃতীয় দিনে এই রান পরিশোধ করে অজিদের কত টার্গেট দিতে পারে সেটিই এখন দেখার।
দ্বিতীয় দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি অস্ট্রেলিয়ার। ক্যামেরন গ্রিন ও উসমান খাজা ১১৩ রানের মধ্যে ফিরে গেলে চাপে পড়ে অজিরা। তবে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন ট্রাভিস হেড।
১১৯ রানে থামে তাঁর ইনিংস। এর পরেও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি স্বাগতিকরা। মূলত করতে দেননি উইন্ডিজ পেসার শামার জোসেফ। আগের দিন ক্যারিয়ারে প্রথম বলেই স্টিভেন স্মিথকে ফিরিয়ে স্বপ্নের মতো শুরু করেছিলেন জোসেফ।
এরপর ফিরিয়েছিলেন মার্নাস লাবুশানকেও। আর আজ দিনের শুরুতে গ্রিনকে দিয়ে শুরু। এরপর মিচেল স্টার্ক ও নাথান লায়নকে ফিরিয়ে তুলে দেন প্রথম টেস্টের প্রথম ইনিংসেই পাঁচ উইকেট। তাতে অজিদের প্রথম ইনিংস থামে ২৮৩ রানে।
৯৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ধস নামে ক্যারিবীয়দের।
শেষ বিকেলে বল হাতে জ্বলে ওঠেন জশ হ্যাজলউড। চার উইকেট নিয়ে ক্যারিবীয় ব্যাটিংয়ের স্তম্ভ ভেঙে দিয়েছেন এই পেসার। ক্রেইগ ব্রাথওয়েট, তাগনেরাইন চন্দরপল, আলিক আথানাজের পর ফেরান কাভেম হজকে। ২৬ রান করা কার্ক ম্যাকেঞ্জিকে ফেরান ক্যামেরন গ্রিন। আর শেষ দিনের শেষ বলে জাস্টিন গ্রেভার্সকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে আউট করেন নাথান লায়ন। তৃতীয় দিনের শুরুতেই বাকি চার উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করতে চাইবে অজিরা। ক্রিকইনফো
মন্তব্য করুন: