বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • নির্বাচন কমিশন সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি
  • প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
  • দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে
  • নতুন দল নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি
  • অতিরিক্ত হর্ন বাজানো শুধু আইন লঙ্ঘন নয় আচরণগত অবক্ষয়ও
  • ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন সহায়তা হ্রাসে আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট

নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত হলো হাল্টপ্রাইজ সেমিফাইনালের রেজাল্ট, ফাইনালে ছয় দল

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৪, ১২:৫২

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হাল্টপ্রাইজের সেমিফাইনাল শেষে প্রকাশ করা হয় ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ সেরা ছয় দলের তালিকা।


১৯ই জানুয়ারি (শুক্রবার) এবারের হাল্টপ্রাইজ ২০২৩-২০২৪ সিজনের সেমিফাইনালের ফলাফল প্রকাশ করা হয়েছে। সেমিফাইনাল রাউন্ডে উত্তীর্ণ সেরা ছয় দল হলো টিম- অষ্টধাতু, গ্লাডিয়েটর্স, অর্গানিক ইনোভেটরস,কোর্সেলো,স্পিয়ারহেড,দ্যা ফেলকন ।


সোমবার, ১৫ জানুয়ারি বেলা ১:৩০ টায় সেমিফাইনালের আয়োজন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মার্কেটিং বিভাগীয় কক্ষে। এসডিজি-১৭ লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দশটি দল এই সেমিফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন। আয়োজনের শুরুতে সূচনা বক্তব্যে ক্যাম্পাস ডিরেক্টর মোঃ মোস্তাকিম প্রতিযোগী দলগুলোকে আইডিয়া উপস্থাপনের নিয়ম জানিয়ে দেন। প্রতিটি দলের আইডিয়া উপস্থাপনে ৬ মিনিট এবং বিচারকদের প্রশ্ন উত্তরে ৪ মিনিট সময় বরাদ্দ ছিল।


জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলেপন্টের সতেরোটি লক্ষমাত্রা অনুযায়ী নিজেদের অনন্য সব সামাজিক ব্যবসায় আইডিয়া উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ উদ্যোক্তরা। প্রথম রাউন্ডে সাবমিট করা ৫৯টি আইডিয়া থেকে সেরা ১০টি বিজনেস আইডিয়া নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল মোমেন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ মিনহাজ উদ্দীন এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম জনি।


উল্লেখ্য,হাল্টপ্রাইজ ২০২৩-২০২৪ সিজনের ক্যাম্পাস ডিরেক্টর মোহাম্মদ মোস্তাকিম ও ডেপুটি ডিরেক্টর বেলাল হাসান শাওনের নেতৃত্বে অনুষ্ঠিত হচ্ছে এবারের আয়োজন। ইতোমধ্যে আয়োজিত হয়েছে বেশ কিছু কর্মশালা ও পডকাস্ট। যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর শীর্ষব্যাক্তিবর্গ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর