মঙ্গলবার, ২৬শে নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের
  • যাত্রাবাড়ী-ডেমরায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে অটোরিকশাচালকরা
  • ব্যাটারিচালিত রিকশা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন
  • ঢাকার ৫ এলাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
  • রাজধানীর বেশির ভাগ ফুটপাত দখলে, যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার

সিরাজগঞ্জে ৬৮৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৪, ১৮:২৪

সিরাজগঞ্জের সব উপজেলার ১১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৬৮৮ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ দেওয়া হয়েছে।

শনিবার (২০ জানুয়ারি) সকালে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের উদ্যোগে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা সনদ দেওয়া হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান অতিথি খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীর মধ্যে বৃত্তি ও সম্মাননা সনদ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব মীর মোহম্মদ মাহবুবুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ও জেলা শিক্ষা কর্মকর্তা আফসার আলী।

এ ছাড়া অনুষ্ঠানে জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, অতিথি ও সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

খাজা টিপু সুলতান বলেন, আমি তোমাদের কাছে যা চেয়েছি তা আমি পেয়ে গেছি। আমি তোমাদের কাছে আরেকটা জিনিস চাইবো সেটা হলো একজন ভালো মানুষ হওয়া। মহান ওলি হযরত খাজা মোজাম্মেল হক (র.) বলেছেন, ‘তোমার কর্মের মধ্যেই তোমার ইবাদত নিহিত আছে। আমাদের সর্বদা নিজের আত্মার সঙ্গে জিহাদ করতে হবে। কারণ শয়তান সবসময় আমাদের বিপথে চালিত করতে চেষ্টা করে। আমরা যদি কোথাও চাকরি বা ব্যবসা করি তাহলে কৃত্তিমভাবে কাউকে ঠকানো যাবে না। কোনো অবস্থাতেই মিথ্যে কথা বলা যাবে না। আমরা এভাবে চলতে থাকলে একদিন নিশ্চয়ই মহান আল্লাহপাক আমাদের উনার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। একদিন নিশ্চয়ই আমরা প্রমাণ করতে পারবো যে আমরা সবার চেয়ে উত্তম। আমি শুকরিয়া জানাই মহান রসুল পাক (সা.) ও মহান ওলি আল্লাহদের প্রতি। ’ সর্বশেষে তিনি সবাইকে অভিনন্দন জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় নানাবিধ মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মেধায় মাতি’ পর্বটি ছিল অন্যতম আকর্ষণ। জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের গান ও নাট্য ব্যক্তিত্ব শহিদুজ্জামান সেলিমের উপস্থিতিতে সবাই অনুষ্ঠানে আনন্দে মেতে ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর