প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৪, ১৭:০৭
লক্ষ্মীপুরে পুলিশের পক্ষ থেকে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দিবাগত রাতে লক্ষ্মীপুর পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করেন।
মধ্যরাতে নির্ঘুম রাত জেগে শীতার্ত মানুষকে খুঁজে তাদের গায়ে মমতার পরশ একটি করে শীতবস্ত্র (কম্বল) জড়িয়ে দেন তিনি।
ডিআইও-১ এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, মেঘনা নদীর কূলে মানতা জনগোষ্ঠী, বিভিন্ন হাট-বাজার ও জেলা শহর এলাকায় অসহায়, ভবঘুরে এবং প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছেন পুলিশ সুপার। পুলিশ সুপারের কম্বল পেয়ে শীতার্তরা খুশি হয়েছেন।
উত্তর তেমুহনীতে বসবাস করা নাজমা বেগম বলেন, আমাকে গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন এসপি স্যার। এতদিন কাপড় গায়ে দিয়ে ঘুমাইসি। শীত সহ্য করতে পারছিলাম না। এখন কম্বল গায়ে দিয়ে ঘুমাব।
পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় আমি রাতের বেলা শহরের বিভিন্ন অলিগলিতে ঘুরে গরীব-অসহায় সম্বলহীন মানুষগুলোর দুর্দশা উপলদ্ধি করেছি। হাড় কাঁপানো শীতে শিশুরাও অসুস্থ্য হয়ে পড়েছে। তাই একটু উষ্ণতার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, (সদর সার্কেল) মো. সোহেল রানা, ডিআইও-১ এ কে এম আজিজুর রহমান মিয়া ও সদর মডেল থানার (ওসি-তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়াসহ প্রমুখ।
মন্তব্য করুন: