বৃহঃস্পতিবার, ২৪শে এপ্রিল ২০২৫, ১১ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে রোমে যাবেন প্রধান উপদেষ্টা
  • আইসিটির দুর্নীতি তদন্ত ও শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স
  • তুরস্ক ও আমিরাত সফরে প্রধান বিচারপতি
  • প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
  • দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে
  • নতুন দল নিবন্ধনে সময় বাড়িয়ে গণবিজ্ঞপ্তি
  • অতিরিক্ত হর্ন বাজানো শুধু আইন লঙ্ঘন নয় আচরণগত অবক্ষয়ও
  • ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী
  • মার্কিন সহায়তা হ্রাসে আরও জটিল হয়েছে রোহিঙ্গা সংকট
  • পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

লক্ষ্মীপুর

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশ সুপার

তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৪, ১৭:০৭

লক্ষ্মীপুরে পুলিশের পক্ষ থেকে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার দিবাগত রাতে লক্ষ্মীপুর পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করেন।


মধ্যরাতে নির্ঘুম রাত জেগে শীতার্ত মানুষকে খুঁজে তাদের গায়ে মমতার পরশ একটি করে শীতবস্ত্র (কম্বল) জড়িয়ে দেন তিনি।
ডিআইও-১ এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, মেঘনা নদীর কূলে মানতা জনগোষ্ঠী, বিভিন্ন হাট-বাজার ও জেলা শহর এলাকায় অসহায়, ভবঘুরে এবং প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছেন পুলিশ সুপার। পুলিশ সুপারের কম্বল পেয়ে শীতার্তরা খুশি হয়েছেন।

উত্তর তেমুহনীতে বসবাস করা নাজমা বেগম বলেন, আমাকে গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন এসপি স্যার। এতদিন কাপড় গায়ে দিয়ে ঘুমাইসি। শীত সহ্য করতে পারছিলাম না। এখন কম্বল গায়ে দিয়ে ঘুমাব।


পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় আমি রাতের বেলা শহরের বিভিন্ন অলিগলিতে ঘুরে গরীব-অসহায় সম্বলহীন মানুষগুলোর দুর্দশা উপলদ্ধি করেছি। হাড় কাঁপানো শীতে শিশুরাও অসুস্থ্য হয়ে পড়েছে। তাই একটু উষ্ণতার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, (সদর সার্কেল) মো. সোহেল রানা, ডিআইও-১ এ কে এম আজিজুর রহমান মিয়া ও সদর মডেল থানার (ওসি-তদন্ত) নিজাম উদ্দিন ভূঁইয়াসহ প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর